১৯৮০-৮১ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

ভারত জাতীয় ক্রিকেট দল ১৯৮০-৮১ মৌসুমে অস্ট্রেলিয়া সফর করেছিল ৩ টি টেস্ট ম্যাচ খেলতে। সিরিজটি ১-১ গোলে ড্র হয়েছিল।

Indian cricket team in Australia in 1980–81
তারিখ২২ নভেম্বর ১৯৮০ – ১১ ফেব্রুয়ারি ১৯৮১
অবস্থানঅস্ট্রেলিয়া Australia
ফলাফল3-match series drawn 1-1
দলসমূহ
 অস্ট্রেলিয়া  ভারত
অধিনায়কবৃন্দ
অস্ট্রেলিয়া Greg Chappell ভারত Sunil Gavaskar
সর্বাধিক রান
Greg Chappell (368) Sandeep Patil (311)
সর্বাধিক উইকেট
Dennis Lillee (21) Kapil Dev (14)

বিতর্ক

সুনীল গাওস্করের নেতৃত্বে ভারতীয় দল সেই বার প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করে ফেরে। কিন্তু বিতর্ক তৈরি হয় দ্বিতীয় ইনিংসে গাওস্করের আউট নিয়ে। ডেনিস লিলির বল গাওস্করের প্যাডে লাগলে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার রেক্স হোয়াইটহেড। গাওস্কর বার বার ব্যাট দিয়ে প্যাডে আঘাত করে বুঝিয়ে দিতে চান বল ব্যাটে লেগেছে।

আম্পায়ারের সিদ্ধান্তে বেরিয়ে যাচ্ছিলেন গাওস্কর। এমন সময় লিলি তাঁর উদ্দেশে কিছু বলেন। গাওস্কর ফিরে এসে চেতন চৌহানকে বলে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে। অধিনায়কের সঙ্গে ফেরার পথ ধরেন চেতন। দলের ম্যানেজার শহীদ দুরানি বাউন্ডারি পেরোনোর আগেই বুঝিয়ে ফেরত পাঠান অপরাজিত চৌহানকে। ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। তৈরি হয় ইতিহাস।[1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.