১৯৭০-এর দশকের অসমীয়া চলচ্চিত্রের তালিকা
এই তালিকাটি মূলতঃ ১৯৭০ এর দশকে নির্মিত ও মুক্তিপ্রাপ্ত অসমীয়া চলচ্চিত্রের একটি সূচী। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো চলচ্চিত্রসমূহ এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নি।
বর্ষ | ছবি | পরিচালক | সংগীত পরিচালক | মুক্তির তারিখ | বর্ণনা |
---|---|---|---|---|---|
১৯৭০ | অপরাজেয় | ফণী তালুকদার, অতুল বরদলৈ, মুনিন বায়ন, গৌরী বর্মণ | সলিল চৌধুরী | ৬ মে | |
বরুয়ার সংসার | নিপ বরুয়া | রমেন বরুয়া | |||
মুকুতা | ব্রজেন বরুয়া | রমেন বরুয়া | ৩০ অক্টোবর | ||
১৯৭১ | মানয়া আরু দানয়া | ইন্দুকল্প হাজারিকা | জিতু-তপন | ২৬ ফেব্রুয়ারি | |
অরণ্য | সমরেন্দ্র নারায়ণ দেব | সুধীন দাসগুপ্ত | শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির রাষ্ট্রীয় পুরস্কার (রজত কমল) | ||
শেষ বিচার | দেব কুমার বসু | অসিত গাংগুলী | |||
যোগ বিয়োগ | দ্বীবন বরুয়া | রমেন বরুয়া | ৩১ ডিসেম্বর | ||
১৯৭২ | ললিতা | ব্রজেন বরুয়া | রমেন বরুয়া | ১৮ ফ্রেব্রুয়ারী | |
ওপজা সোণর মাটি | ব্রজেন বরুয়া | শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির রাষ্ট্রীয় পুরস্কার (রজত কমল) | |||
মরিচিকা | অমূল্য মান্না | জিতু তপন | ১৫ ডিসেম্বর | ||
হৃদয়র প্রয়োজন | গৌরী বর্মণ | রমেন বরুয়া | ১২ জানুয়ারী | ||
বিভ্রাট | ফণী তালুকদার | মেলডিকা | |||
ভাইটি | কমল নারায়ন চৌধুরী | অজিত সিংহ | |||
উপগ্রহ | ভয়ােন দাস | জিতু-তপন | |||
১৯৭৩ | মমতা | নলীন দুয়ারা | বসন্ত বরদলৈ | শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির রাষ্ট্রীয় পুরস্কার (রজত কমল) | |
রশ্মিরেখা | প্রফুল্ল বরুয়া | ড° উপেন কাকতি | |||
সোণতরা | নিপ বরুয়া | রমেন বরুয়া | |||
উত্তরণ | মনেরঞ্জন শুরী | রমেন বরুয়া | |||
অভিযান | সুজিত সিংহ | জিতু তপন | |||
অনুতাপ | অতুল বরদলৈ | জিতু-তপন | |||
গণেশ | এ. কে. ফিল্মস | অজিত সিংহ | |||
বনরীয়া ফুল | অতুল বরদলৈ | জয়ন্ত হাজারিকা | |||
১৯৭৪ | বৃষ্টি | দেউতি বরুয়া | জয়ন্ত হাজারিকা | ||
পরিণাম | প্রবীন বরা | রমেন বরুয়া | |||
১৯৭৫ | চামেলি মেমসাব | আব্দুল মজিদ | ড° ভূপেন হাজারিকা | শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির রাষ্ট্রীয় পুরস্কার (রজত কমল) শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের রাষ্ট্রীয় পুরস্কার | |
তরামাই | দ্বিবন বরুয়া | রমেন বরুয়া | |||
রতনলাল | নলীন দুয়ারা | নির্মল চক্রয়ার্তী | |||
খোজ | পুলক গগৈ | ভূপেন হাজারিকা | |||
কাঁচঘর | বিজয় চৌধুরী, পীযুষকান্তি রায় | ড° ভূপেন হাজারিকা | |||
১৯৭৬ | পুতলা ঘর | সমরেন্দ্র নারায়ন দেব | তফজ্জুল আলি | শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির রাষ্ট্রীয় পুরস্কার (রজত কমল) | |
পলাশর রং | জীয়ান বরা | ড° ভূপেন হাজারিকা | |||
প্রাণ গঙ্গা | রবীন চেতিয়া | ড° উপেন কাকতি | |||
আদালত | দিলীপ ডেকা | জিতু-তপন | |||
গঙা চিলনীর পাখি | পদুম বরুয়া | পদুম বরুয়া | |||
১৯৭৭ | বনহংস | আব্দুল মজিদ | ড° ভূপেন হাজারিকা | ||
ধর্মকাই | ভয়ােন দাস | জয়ন্ত হাজারিকা | |||
নতুন আশা | প্রবির মিত্র | জয়ন্ত হাজারিকা | |||
পাপ আরু প্রায়শ্চিত্ত | আনোয়ার হুসেইন | রমেন চৌধুরী | |||
সন্ধ্যারাগ | ড° ভবেন্দ্র নাথ শইকীয়া | রমেন চৌধুরী, ইন্দ্রেশ্বর শর্মা, প্রভাত শর্মা | ৫ আগস্ট | শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির রাষ্ট্রীয় পুরস্কার (রজত কমল) ভারতীয় পেনোরামাতে প্রদর্শিত প্রথম অসমীয়া ছবি | |
সোণমা | নিপ বরুয়া | রমেন বরুয়া | |||
১৯৭৮ | ফাগুনী | শিয়া প্রসাদ ঠাকুর | ড° উপেন কাকতি | ||
নিয়তি | ইন্দুকল্প হাজারিকা | জয়ন্ত হাজারিকা | |||
বনজুই | আব্দুল মজিদ | ড° ভূপেন হাজারিকা | |||
কল্লোল | অতুল বরদলৈ | রুদ্র বরুয়া | শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির রাষ্ট্রীয় পুরস্কার (রজত কমল) | ||
মরম | দ্বিবন বরুয়া | রমেন বরুয়া | |||
১৯৭৯ | মন প্রজাপতি | ড° ভূপেন হাজারিকা | ড° ভূপেন হাজারিকা | ||
মেঘ | অতুল বরদলৈ | জিতু-তপন | |||
মেঘমুক্তি | বন্ধু | খগেন মহন্ত | |||
নিশার চকুলো | দেব কুমার বরুয়া | গৌরচান্দ মুখার্জী | |||
শ্রীমতী মহিমাময়ী | পুলক গগৈ | কুল-অতুল | |||
সোণর হরিণ | সমরেন্দ্র নারায়ন দেব | তফজ্জুল আলি | |||
আশ্রয় | দুলাল রয় | রমেন বরুয়া | |||
বিশেষ এরাতি | ড° উপেন কাকতি | ড° উপেন কাকতি | |||
দূরণির রং | জন মহলীয়া | অজিত সিংহ | |||
রাংঢালী | দিজেন্দ্র নারায়ন দেব | হেমেন হাজারিকা |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.