১৯৬৩ সালের বাংলা চলচ্চিত্রের তালিকা

এটি ১৯৬৩ সালের কলকাতায় নির্মিত টলিউড (বাংলা ভাষা চলচ্চিত্র শিল্প) ছায়াছবির একটি তালিকা।

সর্বাধিক উপার্জনকারী

সকল চলচ্চিত্র

শিরোনাম পরিচালক অভিনয় জেনার নোট / সংগীত
বর্ণালি অজয় কর শর্মিলা ঠাকুর, সৌমিত্র চ্যাটার্জী, হারাধন বন্দ্যোপাধ্যায়, কমল মিত্র, পাহাড়ি সান্যাল, নাটক সংগীত: কালীপদ সেন, প্লেব্যাক: রুমা গুহ ঠাকুর্তা, আরতি মুখার্জি
ভ্রান্তিবিলাস মনু সেন উত্তম কুমার, ভানু বন্দোপাধ্যায়, সাবিত্রী চ্যাটার্জী কৌতুক
দেয়া নেয়া সুনীল বন্দোপাধ্যায় উত্তম কুমার, তনুজা নাটক
মহানগর সত্যজিৎ রায় নাটক ১৪ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের জন্য সিলভার বিয়ার জিতেছেন
নির্জন সৈকতে তপন সিনহা
সাত পাকে বাঁধা সৌমিত্র চ্যাটার্জী, সুচিত্রা সেন, পাহাড়ী সান্যাল রোম্যান্স
শেশ আঙ্কা হরিদাস ভট্টাচার্য উত্তম কুমার, পাহাড়ি সান্যাল, শর্মিলা ঠাকুর, উৎপল দত্ত থ্রিলার
সূর্য শিখা উত্তম কুমার, সুপ্রিয়া চৌধুরী, ছবি বিশ্বাস নাটক
উত্তর ফাল্গুনী অসিত সেন সুচিত্রা সেন, বিকাশ রায়, দিলীপ মুখোপাধ্যায় নাটক বাংলা সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন[1]

তথ্যসূত্র

  1. "11th National Film Awards"International Film Festival of India। ২০১৭-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.