১৯৫৪ এশিয়ান গেমসে ভারত
ভারত ১৯৫৪ সালের ১লা মে থেকে ৯ই মে পর্যন্ত ফিলিপাইনের ম্যানিলা শহরে অনুষ্ঠিত ১৯৫৪ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। এশিয়াডের এই সংস্করণে ভারত ৪টি স্বর্ণপদক জয় করে ৫ম স্থানে রয়েছে। [1]
পদক তালিকা
শৃঙ্খলা অনুসারে পদক | |||||
---|---|---|---|---|---|
শৃঙ্খলা | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | |
মল্লক্রীড়া | ৫ | ৩ | ৬ | ১৪ | |
কুস্তি | ০ | ১ | ১ | ২ | |
ডাইভিং | ০ | ০ | ১ | ১ | |
মোট | ৫ | ৪ | ৮ | ১৭ |
তথ্যসূত্র
- 2nd Asian Games medal tally ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.