১৯৫২-৫৩ পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর

১৯৫২-৫৩ মৌসুমে পাকিস্তান ক্রিকেট দল ভারত গমন করে। এ পর্যায়ে দলটি স্বাগতিক ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে অংশ নেয়।[1] প্রথম টেস্টটি পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্ট ছিল। দ্বিতীয় খেলায় পাকিস্তান তাদের প্রথম টেস্ট জয় করে।[2] দুই টেস্ট ড্রয়ে পরিণত হয়। এ সিরিজে ভারত দল ২-১ ব্যবধানে বিজয়ী হয়।

১৯৫২-৫৩ মৌসুমে পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর
তারিখ১০ অক্টোবর, ১৯৫২ - ২৪ ডিসেম্বর, ১৯৫২
অবস্থানভারত ভারত
ফলাফলভারত দল ৫-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে বিজয়ী
দলসমূহ
 ভারত  পাকিস্তান
অধিনায়কবৃন্দ
লালা অমরনাথ আব্দুল কারদার
সর্বাধিক রান
পলি উমরিগড় (২৫৮)
বিজয় হাজারে (২২৩)
বিনু মানকড় (১২৯)
ওয়াকার হাসান (৩৫৭)
হানিফ মোহাম্মদ (২৮৭)
নজর মোহাম্মদ (২৭৭)
সর্বাধিক উইকেট
বিনু মানকড় (২৫)
গুলাম আহমেদ (১২)
লালা অমরনাথ (৯)
ফজল মাহমুদ (২০)
মাহমুদ হোসেন (১২)
আমির ইলাহি (৭)

পাকিস্তান দল

টেস্ট খেলা

১ম টেস্ট

১৬ - ১৮ অক্টোবর, ১৯৫২ (৪-দিনের খেলা)
স্কোরকার্ড
৩৭২ (১৩৯.৪ ওভার)
হিমু অধিকারী ৮১
আমির ইলাহি ৪/১৩৪ (৩৯.৪ ওভার)
১৫০ (১০৪.৩ ওভার)
হানিফ মোহাম্মদ ৫১
বিনু মানকড় ৮/৫২ (৪৭ ওভার)
১৫২ (৫৮.২ ওভার)
আব্দুল কারদার ৪৩
বিনু মানকড় ৫/৭৯ (২৪.২ ওভার)
ভারত ইনিংস ও ৭০ রানে বিজয়ী
ফিরোজ শাহ কোটলা, দিল্লি
আম্পায়ার: বিজে মোহনীএমজি বিজয়সারথী
  • ভারত টসে জয়লাভ করে ব্যাটিংয়ে নামে
  • এটিই পাকিস্তানের সর্বপ্রথম টেস্ট খেলা। আব্দুল কারদারআমির ইলাহি বাদে অন্য সকল পাকিস্তানি পাকিস্তানি খেলোয়াড়ের টেস্ট অভিষেক ঘটে। কারদার ও ইলাহি এর পূর্বে ভারতের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

২য় টেস্ট

২৩ - ২৬ অক্টোবর, ১৯৫২ (৪-দিনের খেলা)
স্কোরকার্ড
১০৬ (৫৫.১ ওভার)
পঙ্কজ রায় ৩০
ফজল মাহমুদ ৫/৫২ (২৪.১ ওভার)
৩৩১ (১৯৪.৩ ওভার)
নজর মোহাম্মদ ১২৪
গুলাম আহমেদ ৩/৮৩ (৪৫ ওভার)
১৮২ (৭৬.৩ ওভার)
লালা অমরনাথ ৬১
ফজল মাহমুদ ৭/৪২ (২৭.৩ ওভার)
পাকিস্তান ইনিংস ও ৪৩ রানে বিজয়ী
ইউনিভার্সিটি গ্রাউন্ড, লক্ষ্ণৌ
আম্পায়ার: বিজে মোহনীজেআর প্যাটেল
  • ভারত টসে জয়লাভ করে ব্যাটিংয়ে নামে

৩য় টেস্ট

১৩ - ১৬ নভেম্বর, ১৯৫২
(৪-দিনের খেলা)
স্কোরকার্ড
১৮৬ (৭৩ ওভার)
ওয়াকার হাসান ৮১
লালা অমরনাথ ৪/৪০ (২১ ওভার)
৩৮৭/৪ডি. (১১২ ওভার)
বিজয় হাজারে ১৪৬
মাহমুদ হোসেন ৩/১২১ (৩৫ ওভার)
২৪২ (১৪৯.২ ওভার)
হানিফ মোহাম্মদ ৯৬
বিনু মানকড় ৫/৭২ (৬৫ ওভার)
৪৫/০ (১৫.২ ওভার)
বিনু মানকড় ৩৫
আব্দুল কারদার ০/২ (২ ওভার)
ভারত ১০ উইকেটে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, বোম্বে
আম্পায়ার: জেআর প্যাটেলএমজি বিজয়সারথী
  • পাকিস্তান টসে জয়লাভ করে ব্যাটিংয়ে নামে

৪র্থ টেস্ট

২৮ নভেম্বর - ১ ডিসেম্বর, ১৯৫২
(৪-দিনের খেলা)
স্কোরকার্ড
৩৪৪ (১১০.৫ ওভার)
আব্দুল কারদার ৭৯
রমেশ দিভেচা ২/৩৬ (১৯ ওভার)
১৭৫/৬ (৭৪ ওভার)
পলি উমরিগড় ৬২
আব্দুল কারদার ২/৩৭ (২১ ওভার)
খেলা ড্র
মাদ্রাজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মাদ্রাজ
আম্পায়ার: এনডি নাগরওয়ালাপিকে সিনহা
  • পাকিস্তান টসে জয়লাভ করে ব্যাটিংয়ে নামে
  • বৃষ্টির কারণে শেষ দুই দিন খেলা আয়োজন করা সম্ভব হয়নি।

৫ম টেস্ট

১২ - ১৫ ডিসেম্বর, ১৯৫২
(৪-দিনের খেলা)
স্কোরকার্ড
২৫৭ (১১৬ ওভার)
ইমতিয়াজ আহমেদ ৫৭
দাত্তু ফাদকর ৫/৭২ (৩২ ওভার)
৩৯৭ (১৪৪ ওভার)
দীপক শোধন ১১০
ফজল মাহমুদ ৪/১৪১ (৬৪ ওভার)
২৩৬/৭ডি. (১২০ ওভার)
ওয়াকার হাসান ৯৭
গুলাম আহমেদ ৩/৫৬ (৩৩ ওভার)
২৮/০ (৬ ওভার)
দত্ত গায়কোয়াড় ২০
নজর মোহাম্মদ ০/৪ (২ ওভার)
খেলা ড্র
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: জেআর প্যাটেলএমজি বিজয়সারথী
  • ভারত টসে জয়লাভ করে ফিল্ডিংয়ে নামে
  • ভারত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে।

তথ্যসূত্র

  1. Pakistan in India, East Pakistan and Burma 1952-53
  2. "Pakistan announce themselves"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭

বহিঃসংযোগ

আরও পড়ুন

  • "Pakistan in India, 1952", Wisden 1953, pp. 872–83
  • Abdul Kardar, Inaugural Test Matches, 1954
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.