১৯৫২-৫৩ পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর
১৯৫২-৫৩ মৌসুমে পাকিস্তান ক্রিকেট দল ভারত গমন করে। এ পর্যায়ে দলটি স্বাগতিক ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে অংশ নেয়।[1] প্রথম টেস্টটি পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্ট ছিল। দ্বিতীয় খেলায় পাকিস্তান তাদের প্রথম টেস্ট জয় করে।[2] দুই টেস্ট ড্রয়ে পরিণত হয়। এ সিরিজে ভারত দল ২-১ ব্যবধানে বিজয়ী হয়।
১৯৫২-৫৩ মৌসুমে পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১০ অক্টোবর, ১৯৫২ - ২৪ ডিসেম্বর, ১৯৫২ | ||||||||||||||||||||||||
অবস্থান | ভারত | ||||||||||||||||||||||||
ফলাফল | ভারত দল ৫-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে বিজয়ী | ||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
পাকিস্তান দল
- আব্দুল কারদার (অঃ)
- ইমতিয়াজ আহমেদ
- খুরশিদ আহমেদ
- মাকসুদ আহমেদ
- জুলফিকার আহমেদ
- ইসরার আলী
- রুসি দ্বীনশ
- আমির ইলাহি
- ওয়াকার হাসান
- আনোয়ার হোসেন
- মাহমুদ হোসেন
- খালিদ ইবাদুল্লা
- ফজল মাহমুদ
- হানিফ মোহাম্মদ
- খান মোহাম্মদ
- নজর মোহাম্মদ
- ওয়াজির মোহাম্মদ
- খালিদ কুরেশী
টেস্ট খেলা
১ম টেস্ট
১৬ - ১৮ অক্টোবর, ১৯৫২ (৪-দিনের খেলা) স্কোরকার্ড |
ব |
||
- ভারত টসে জয়লাভ করে ব্যাটিংয়ে নামে
- এটিই পাকিস্তানের সর্বপ্রথম টেস্ট খেলা। আব্দুল কারদার ও আমির ইলাহি বাদে অন্য সকল পাকিস্তানি পাকিস্তানি খেলোয়াড়ের টেস্ট অভিষেক ঘটে। কারদার ও ইলাহি এর পূর্বে ভারতের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
২য় টেস্ট
৩য় টেস্ট
ব |
||
- পাকিস্তান টসে জয়লাভ করে ব্যাটিংয়ে নামে
৪র্থ টেস্ট
ব |
||
- পাকিস্তান টসে জয়লাভ করে ব্যাটিংয়ে নামে
- বৃষ্টির কারণে শেষ দুই দিন খেলা আয়োজন করা সম্ভব হয়নি।
৫ম টেস্ট
ব |
||
- ভারত টসে জয়লাভ করে ফিল্ডিংয়ে নামে
- ভারত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে।
তথ্যসূত্র
- Pakistan in India, East Pakistan and Burma 1952-53
- "Pakistan announce themselves"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগ
- Pakistan in India, East Pakistan and Burma 1952-53 at CricketArchive
- Tour page CricInfo
- Record CricInfo
- Test Cricket Tours – Pakistan to India 1952-53 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ মে ২০১৯ তারিখে
আরও পড়ুন
- "Pakistan in India, 1952", Wisden 1953, pp. 872–83
- Abdul Kardar, Inaugural Test Matches, 1954
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.