১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি

১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অলিম্পিকের ইতিহাসে পঞ্চমবারের জন্য ফিল্ড হকি প্রতিযোগিতা হয়। ধ্যান চাঁদের নেতৃত্বে ভারতীয় হকি দল বার্লিনে অনুষ্ঠিত ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে মোট ৩৮ গোল দিয়ে ফাইনালে আমন্ত্রক নাৎসি জার্মানির হকি দলকে পরাজিত করে তৃতীয় বার অলিম্পিকে স্বর্ণ পদক লাভ করে।[1]

অংশগ্রহণকারী

এগারোটি দেশের ১৬১ জন হকি খেলোয়াড় ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

  •  আফগানিস্তান (১৮)
  •  বেলজিয়াম (২২)
  •  ডেনমার্ক (১৭)
  •  ফ্রান্স (২২)
  •  জার্মানি (২২)
  •  হাঙ্গেরি (২১)
  •  ভারত (২২)
  •  জাপান (১৫)
  •  নেদারল্যান্ডস (১৮)
  •  সুইজারল্যান্ড (২২)
  •  মার্কিন যুক্তরাষ্ট্র (১৫)

খেলা

এ বিভাগ

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  ভারত ২০0X৯:০৪:০৭:০
২.  জাপান (JPN) ১১০:৯X৩:১৫:১
৩.  হাঙ্গেরি (HUN) ০:৪১:৩X৩:১
৪.  মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ১৫০:৭১:৫১:৩X

বি বিভাগ

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  জার্মানি (GER) ১০X৪:১৬:০
২.  আফগানিস্তান (AFG) ১০১:৪X৬:৬
৩.  ডেনমার্ক (DEN) ১২০:৬৬:৬X

সি বিভাগ

স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট
১.  নেদারল্যান্ডস (NED) X৩:১২:২৪:১
২.  ফ্রান্স (FRA) ১:৩X২:২১:০
৩.  বেলজিয়াম (BEL) ২:২২:২X১:২
৪.  সুইজারল্যান্ড (SUI) ১:৪০:১২:১X

সেমি ফাইনাল

সেমি ফাইনাল
১২ ই আগস্ট, ১৯৩৬ হকি স্টেডিয়ন, বার্লিন  ভারত (IND) ১০ -  ফ্রান্স (FRA)
১৬.৩০ .
গোল: ১:০, ২:০, ৩:০, ৪:০ ৫:০, ৬:০, ৭:০, ৮:০, ৯:০, ১০:০
রেফারি: রাইনবার্গ (GER), এ. ডি ব্যু (BEL)

১২ ই আগস্ট, ১৯৩৬ হকি স্টেডিয়ন, বার্লিন  জার্মানি (GER) -  নেদারল্যান্ডস (NED)
১৮.০০
গোল: ১:০ (২২'), ২:০ (৪৫'), ৩:০ (৬০')
রেফারি: এম. ফারগেওট (FRA), জগন্নাথ (IND)

ব্রোঞ্জ পদকের লড়াই

ব্রোঞ্জ পদকের লড়াই
১৪ ই আগস্ট, ১৯৩৬ হকি স্টেডিয়ন, বার্লিন  নেদারল্যান্ডস (NED) -  ফ্রান্স (FRA)
১৬.৩০
গোল: ১:০, ১:১, ২:১, ৩:১, ৩:২, ৩:৩, ৪:৩
রেফারি: হোরম্যান (GER), জগন্নাথ (IND)

ফাইনাল

ফাইনাল
১৫ ই আগস্ট, ১৯৩৬ হকি স্টেডিয়ন, বার্লিন  ভারত (IND) -  জার্মানি (GER)
১১.০০
গোল: ১:০, ২:০, ৩:০, ৪:০, ৪:১, ৫:১, ৬:১, ৭:১, ৮:১
রেফারি: আর. লাইগিওয়েস (BEL), টি. জে. ভ্যান্ট লাম (NED)

পদকপ্রাপ্তদের তালিকা

স্বর্ণ পদক জয়ী ভারতীয় হকি দল
স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
 ভারত (IND)
রিচার্ড অ্যালেন
ধ্যান চাঁদ
আলি ইখতিদার শাহ দারা
লিওনেল এমেট
পিটার ফার্নান্ডেজ
যোসেফ গ্যালিবার্ডি
আরনেস্ট গুডস্যার কুলেন
মহম্মদ হুসেন
সঈদ জাফর
আহমেদ খান
এহসান খান
মীর্জা মাসুদ
সাইরিল মিসি
বাবু নিমাল
যোসেফ ফিলিপ্স
শাব্বান শাহাবুদ্দিন
গারেওয়াল সিং
রূপ সিং
কার্লাইল ট্যাপসেল
 জার্মানি (GER)
হারমান আয়ফ ডার হাইড
লুডউইগ বেইসিয়েজেল
এরিখ কানৎজ
কার্ল ড্রোসে
আলফ্রেড গারডেস
ওয়ার্নার হ্যামেল
হ্যারল্ড হাউফময়ান
এরউইন কেলার
হারবার্ট ক্রেমার
ওয়ার্নার কুবিৎজকি
পল মেহলিৎজ
কার্ল মেঙ্কে
ফ্রিৎজ মেসনার
ডেটলেফ ওকরেন্ট
হাইনরিখ পিটার
হাইঞ্জ রাক
কার্ল রুক
হান্স স্কার্বার্ট
হাইঞ্জ স্কমালিক্স
টিটো ওয়ার্নহোলৎজ
কার্ট ওয়েব
এরিখ জ্যান্ডার
 নেদারল্যান্ডস (NED)
আর্নস্ট ভ্যান ডার বার্গ
পিয়েট গানিং
রু ভ্যান ডার হার
ইঞ্জ হেব্রোক
টনি ভ্যান লিয়েরপ
হেঙ্ক ডি লুপার
জ্যান ডি লুপার
আট ডি রুস
হান্স স্নিটগার
রেনে স্প্যারেনবার্গ
রেইন ডি ওয়াল
ম্যাক্স ওয়েস্টারক্যাম্প

চূড়ান্ত স্থান

স্থানদেশ
 ভারত (IND)
 জার্মানি (GER)
 নেদারল্যান্ডস (NED)
 ফ্রান্স (FRA)
- সুইজারল্যান্ড (SUI)
 আফগানিস্তান (AFG)
 জাপান (JPN)
 হাঙ্গেরি (HUN)
 বেলজিয়াম (BEL)
 ডেনমার্ক (DEN)
 মার্কিন যুক্তরাষ্ট্র (USA)

তথ্যসূত্র

  1. "Hockey at the 1936 Berlin Summer Games: Men's Hockey | Olympics at Sports-Reference.com"web.archive.org। ২০২০-০৪-১৭। ২০২০-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.