১৯৩০-এর দশকের অসমীয়া চলচ্চিত্রের তালিকা

১৯৩০-এর দশকে মুক্তিপ্রাপ্ত অসমীয়া চলচ্চিত্রের একটি তালিকা। মাত্র দুটি সিনেমা ওই দশকে মুক্তি দেয়া হয়। ১৯৩৫ সালের ১০ মার্চ তারিখে মুক্তি লাভ করে জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালা প্রযোজিত এবং পরিচালিত প্রথম অসমীয়া চলচ্চিত্র জয়মতী[1][2][3] 'চিত্ৰলেখা মুভিটোন' এর ব্যানারে এই চলচ্চিত্র নির্মিত হয়। দ্বিতীয় চলচ্চিত্র ইন্দ্ৰমালতী ১৯৩৭, ১৯৩৮ এ তৈরি করা হয় এবং ১৯৩৯ সালে তা মুক্তি লাভ করে।

সাল ছবি[4] পরিচালক প্ৰযোজক মুক্তির তারিখ
১৯৩৫জয়মতীজ্যোতিপ্রসাদ আগরওয়ালাজ্যোতিপ্রসাদ আগরওয়ালা১০ মাৰ্চ
১৯৩৯ইন্দ্ৰমালতীজ্যোতিপ্রসাদ আগরওয়ালাজ্যোতিপ্রসাদ আগরওয়ালা
প্রথম অসমীয়া চলচ্চিত্র জয়মতী

তথ্যসূত্র

  1. Assam General Knowledge। Bright Publications। পৃষ্ঠা 109–। আইএসবিএন 978-81-7199-451-9। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১২
  2. "Jyoti Prasad Agarwala and his films"। ১৪ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩
  3. "Mazid, Altaf (2006), Joymoti : The first radical film of India, Himal Magazine, March 2006."। ৮ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩
  4. "List of Assamese Movies (Passed by the Censor Board)"। Rupaliparda.com। মার্চ ১৮, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.