১৯২৯-৩০ ইংল্যান্ড ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
১৯২৯-৩০ মৌসুমে ইংল্যান্ড ক্রিকেট দল সিলন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমন করে। এ সফরের এক পর্যায়ে দলটি নিউজিল্যান্ড গমন করে একটি টেস্ট সিরিজে অংশগ্রহণ করে। এরফলে নিউজিল্যান্ড দল তাদের ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্ট খেলার সুযোগ পায়। অক্টোবর, ১৯২৯ সালে সিলনে একটি কম গুরুত্বপূর্ণ খেলায় অংশ নেয়ার পর অস্ট্রেলিয়ায় যায়। সেখানে দলটি পাঁচটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেয়। ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে পদার্পণ ঘটায় ইংরেজ দল। টেস্ট সিরিজের পাশাপাশি প্রত্যেক প্রাদেশিক দল অকল্যান্ড, ওয়েলিংটন, ক্যান্টারবারি এবং ওতাগোর বিপক্ষে তারা খেলে।[1] ইংরেজ দলনেতা হ্যারল্ড জিলিগানের নেতৃত্বে ইংল্যান্ড দল ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে সমর্থ হয় ও বাদ-বাকী তিন টেস্ট ড্রয়ে পরিণত হয়।
একই সময়ে অর্থাৎ ১৯২৯-৩০ মৌসুমে ফ্রেডি ক্যালথর্পের নেতৃত্বে আরও একটি ইংরেজ দল ওয়েস্ট ইন্ডিজ গমন করে। সেখানে দলটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজে অংশগ্রহণ করেছিল।[2]
ইংরেজ দল
- হ্যারল্ড জিলিগান (অধিনায়ক)
- গাই আর্ল (সহঃঅধিনায়ক)
- মরিস অলম
- ফ্রেড বারাট
- এডওয়ার্ড বেনসন
- টেড বোলি
- ওয়াল্টার কর্নফোর্ড
- এডি ডসন
- কে. এস. দিলীপসিংজী
- জিওফ্রে লেগ
- স্ট্যান নিকোলস
- মরিস টার্নবুল
- ফ্রাঙ্ক ওলি
- স্ট্যান ওয়ার্থিংটন
এ সফরের পূর্বে ৫৫ টেস্ট খেলায় অংশগ্রহণকারী ফ্রাঙ্ক ওলি বাদে দলটি টেস্টের অপরিপক্ক দলরূপে পরিচিতি পায়। টেড বোলি মাত্র দুই টেস্টে অংশ নিয়েছেন। বারাট, ডসন, দিলীপসিংজী ও লেগ - প্রত্যেকেই একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন। দলের অন্য খেলোয়াড়দের টেস্ট খেলার কোন পূর্ব-অভিজ্ঞতা ছিল না।[3]
জুন মাসের শেষদিকে ইংরেজ দলের সদস্যদেরকে মনোনীত করা হয়। ১১ টেস্ট খেলার অধিকারী আর্থার জিলিগানকে দলের অধিনায়কের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল।[4] তবে, শারীরিক অসুস্থতার কারণে তার কনিষ্ঠ ভ্রাতা হ্যারল্ড জিলিগানকে এ দায়িত্বভার হস্তান্তর করা হয়। অন্য পরিবর্তন ঘটে মূল দলে থাকা মরিস অলমের পরিবর্তে ফ্রাঙ্ক ওয়াটসনের অন্তর্ভূক্তি।[5]
টেস্ট খেলা
প্রথম টেস্ট
১০-১৩ জানুয়ারি, ১৯৩০ স্কোরকার্ড |
ব |
||
- টসে জয়ী হয়ে নিউজিল্যান্ড দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
- নিউজিল্যান্ডের সর্বপ্রথম টেস্টে অংশগ্রহণ
- নিউজিল্যান্ডের এগারোজন খেলোয়াড়ের একযোগে টেস্ট অভিষেক ঘটে: (টেড ব্যাডকক, রজার ব্লান্ট, স্টুই ডেম্পস্টার, জর্জ ডিকিনসন, হেনির ফোলি, ম্যাট হেন্ডারসন, কেন জেমস, টম লরি, বিল মেরিট, কার্লি পেজ, ও আলবি রবার্টস).
- ইংল্যান্ডের পক্ষ ছয়জন খেলোয়াড়ের টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়: (মরিস অলম, টিচ কনফোর্ড, হ্যারল্ড জিলিগান, স্ট্যান নিকোলস, মরিস টার্নবুল, ও স্ট্যান ওয়ার্থিংটন).
- অভিষেকেই মরিস টার্নবুল প্রথম ইনিংসে পাঁচ বলে চার উইকেট দখল করেন। তন্মধ্যে, টম লরিকে এলবিডব্লিউ, কেন জেমসকে কট টিচ কর্নফোর্ড ও টেড বেডকককে বোল্ড করে হ্যাট্রিক করার গৌরবগাঁথা রচনা করেন।[6]
- ম্যাট হেন্ডারসন টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম বলেই উইকেট লাভ করেন।[7]
দ্বিতীয় টেস্ট
২৪-২৭ জানুয়ারি, ১৯৩০ স্কোরকার্ড |
ব |
||
- টসে জয়ী হয়ে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
- নিউজিল্যান্ডের পক্ষে এডি ম্যাকলিওড, জ্যাকি মিলস, ও লিন্ডসে ওয়ারের টেস্ট অভিষেক ঘটে।
- স্টুই ডেম্পস্টারের প্রথম ইনিংসে সংগৃহীত ১৩৬ রান নিউজিল্যান্ডীয়দের মধ্যে প্রথম টেস্ট সেঞ্চুরির মর্যাদা পায়।
- স্টুই ডেম্পস্টার ও জ্যাকি মিলসের উদ্বোধনী জুটিতে সংগৃহীত ২৭৬ রান নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ও টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান।
- ফ্রাঙ্ক ওলি টেস্টে ৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। এরফলে, তিনি দ্বিতীয় ইংরেজ ও টেস্ট ক্রিকেটে চতুর্থ খেলোয়াড় হিসেবে এ কীর্তিগাঁথা স্থাপন করেন।
তৃতীয় টেস্ট
১৪-১৭ ফেব্রুয়ারি, ১৯৩০ স্কোরকার্ড |
ব |
||
- টসে জয়ী হয়ে নিউজিল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- ১৬ ফেব্রুয়ারি বিশ্রামবার ছিল
- প্রথম অথবা দ্বিতীয় দিনে কোন খেলা অনুষ্ঠিত হয়নি। ফলে, চতুর্থ টেস্টের আয়োজন করা হয়।
- নিউজিল্যান্ডের পক্ষে সিএফডব্লিউ অলকট ও এইচএম ম্যাকজিরের টেস্ট অভিষেক ঘটে।
চতুর্থ টেস্ট
২১-২৪ ফেব্রুয়ারি, ১৯৩০ স্কোরকার্ড |
ব |
||
- টসে জয়ী হয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
- ২৩ ফেব্রুয়ারি বিশ্রামবার ছিল
- নিউজিল্যান্ডের পক্ষে এএম ম্যাথসনের টেস্ট অভিষেক ঘটে
তথ্যসূত্র
- CricketArchive – tour itinerary
- "New Zealand v England – statistical quirks"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮।
- "England to New Zealand 1929-30"। Test Cricket Tours। ২৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- "M.C.C. tour: New Zealand plans"। Evening Post: 8। ১৮ জুলাই ১৯২৯। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮।
- "Cricket: M.C.C. team to visit New Zealand"। Press: 9। ৩১ আগস্ট ১৯২৯। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮।
- Four wickets in five balls
- Wicket with first ball
বহিঃসংযোগ
- England in New Zealand, 1929-30 at Cricinfo
- MCC in Australia and New Zealand 1929-30 at CricketArchive
- England to New Zealand 1929-30 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুলাই ২০১৮ তারিখে at Test Cricket Tours