১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি
১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে মাত্র চারটি দেশ ফিল্ড হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পয়েন্টের ভিত্তিতে গ্রেট ব্রিটেন স্বর্ণ পদক লাভ করে। [1]
![](../I/Field_hockey_pictogram.svg.png.webp)
অংশগ্রহণকারী
গ্রেট ব্রিটেন
বেলজিয়াম
ডেনমার্ক
ফ্রান্স
খেলা
- স্বর্ণ পদক
- রৌপ্য পদক
- ব্রোঞ্জ পদক
পদকপ্রাপ্তদের তালিকা
স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ |
![]() ![]() চার্লস অ্যাটকিন জন বেনেট কলিন ক্যাম্পবেল এরিক ক্রকফোর্ড রেজিনাল্ড ক্রুম্যাক হ্যারি হ্যাসলাম আর্থার লেইটন চার্লস মার্কন জন ম্যাকব্রায়ান জর্জ ম্যাকগ্রাথ স্ট্যানলি শোভেলার উইলিয়াম স্মিথ সাইরিল উইলকিনসন |
![]() ![]() হান্স ব্যেরাম এজভিন্দ ব্ল্যাক নিলস ব্ল্যাক স্টীন ড্যু থরভাল্ড আইগেনবর্ড ফ্রান্ডস ফেবার হান্স জরগেন হ্যানসেন হান্স হেরল্যাক হেনিং হোলস্ট এরিক হাসটে পল মেৎজ আন্দ্রে রাসমুসেন |
![]() ![]() আন্দ্রে বেকুয়েট পিয়ের চিলবার্ট রাউল ডুফ্রেন ডে লা চেভালেরি ফার্নান্ড ডি মন্টিগ্নি চার্লস ডেলেলিয়েন লুই ডিয়ের্ক্সেন্স রবার্ট গেভার্স অ্যাডলফ গোমেরে চার্লস গ্নিয়েত রেমন্ড কেপ্পেন্স রেনে স্ট্রওয়েন পিয়ের ভ্যালকে মরিস ভ্যান ডেন বেমডেন জাঁ ভ্যান নেরোম |
তথ্যসূত্র
- স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জুন ২০১০ তারিখে, ১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.