১৯০৭ কোপা দেল রেই

১৯০৭ কোপা দেল রে স্পেনের ফুটবল কাপ প্রতিযোগিতা, কোপা দেল রের পঞ্চম আসর।

১৯০৭ কোপা দেল রে
৫ম কোপা দেল রে
দেশ স্পেন
দল
বর্তমান চ্যাম্পিয়নমাদ্রিদ এফসি
চ্যাম্পিয়নমাদ্রিদ এফসি (৩য় শিরোপা)
রানার্স-আপক্লাব বিজকায়া দে বিলবাও
ম্যাচ খেলেছে১১
গোল সংখ্যা৩৮ (ম্যাচ প্রতি ৩.৪৫টি)
শীর্ষ গোলদাতা সানচেজ নেয়রা (৫টি গোল)

কোপা দেল রের এই আসরটি ১৯০৭ সালের ২৪শে মার্চ তারিখে শুরু হয় এবং ১৯০৭ সালের ৩০শে মার্চ তারিখে সমাপ্ত হয়। এটি একটি গ্রুপভিত্তিক প্রতিযোগিতা ছিল, যেখানে গ্রুপ পর্বের ম্যাচ শেষে মাদ্রিদ এফসি এবং ক্লাব বিজকায়া দে বিলবাও ফাইনালের জন্য উত্তীর্ণ হয়। অতঃপর ফাইনাল ক্লাব বিজকায়াকে ১–০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়লাভ করে মাদ্রিদ এফসি।

অংশগ্রহণকারী

এই আসরে অংশগ্রহণকারী ৫টি ফল হচ্ছে:

  • রেক্রেতিভো দে উয়েলভা
  • মাদ্রিদ এফসি
  • ক্লাব বিজকায়া দে বিলবাও
  • হ্যামিল্টন এফসি
  • ভিগো এফসি

গ্রুপ পর্ব

ভিগো এফসিরেক্রেতিভো উয়েলভা
?
 ?
 ?
?
 ?
 ?
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
ক্লাব বিজকায়া দে বিলবাও[1]মাদ্রিদ এফসি
সিমন্স
গোয়োয়াগা
সিমন্স
ফেদেরিকো রেভুয়েলতো
মানুয়েল প্রাস্ত
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
রেফারি: সিডনি
ভিগো এফসি[2]মাদ্রিদ এফসি
হাম্বলি হোসে জিরাল্ট
এম. ওকানিয়া টেমপ্লেট:Own goal
আরমান্দো জিরাল্ট
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
ক্লাব বিজকায়া দে বিলবাও[3]হ্যামিল্টন এফসি
তোমাস মুরগা
সিমন্স
এরমেনেগিলদো গার্সিয়া
এরমেনেগিলদো গার্সিয়া
সিমন্স
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
হ্যামিল্টন এফসিরেক্রেতিভো উয়েলভা
?
 ?
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
ভিগো এফসি[4]ক্লাব বিজকায়া দে বিলবাও
আবালো
হোসে রদ্রিগেজ
এরমেনেগিলদো গার্সিয়া
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
মাদ্রিদ এফসি[5]হ্যামিল্টন এফসি
আরমান্দো জিরাল্ট
সানচেজ নেয়রা
সানচেজ নেয়রা
আরমান্দো জিরাল্ট
সানচেজ নেয়রা
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
ক্লাব বিজকায়া দে বিলবাও[6]রেক্রেতিভো উয়েলভা
?
 ?
 ?
 ?
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
হ্যামিল্টন এফসি[7]ভিগো এফসি
? লেন্ডি
আবালো
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
মাদ্রিদ এফসি[8][9][10]রেক্রেতিভো উয়েলভা
সানচেজ নেয়রা
সানচেজ নেয়রা
ফেদেরিকো রেভুয়েলতো
আরমান্দো জিরাল্ট
?
বালবুয়েনা গো
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
ক্লাব খেলেছে জয় ড্র হার স্বগো বিগো পয়েন্ট
ক্লাব বিজকায়া দে বিলবাও ১৩
মাদ্রিদ এফসি ১৪
ভিগো এফসি
হ্যামিল্টন এফসি ১২
রেক্রেতিভো উয়েলভা ১৩

প্লে-অফ টাইব্রেকারের ফাইনাল

মাদ্রিদ এফসি১–০ক্লাব বিজকায়া দে বিলবাও
মানুয়েল প্রাস্ত  ৮০'
এস্তাদিও দেল উইপোদ্রোমো, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৬,০০০
রেফারি: সিডনি
কোপা দেল রে ১৯০৭ বিজয়ী
মাদ্রিদ এফসি
৩য় শিরোপা

তথ্যসূত্র

বহিসংযোগ

টেমপ্লেট:১৯০৬–০৭-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা) টেমপ্লেট:১৯০৭–০৮-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.