১৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

১৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ১৯তম আয়োজন; যা ১৯৯৪ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[1]

১৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৯৪ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
প্রদান১৯৯৪
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রআগুনের পরশমণি এবং দেশপ্রেমিক
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রঠিকানা
শ্রেষ্ঠ অভিনেতাআলমগীর
দেশপ্রেমিক
শ্রেষ্ঠ অভিনেত্রীবিপাশা হায়াত
আগুনের পরশমণি
সর্বাধিক পুরস্কারআগুনের পরশমণি (৮)
  ১৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০তম  

এই বছর দুটি বিশেষ পুরস্কারসহ মোট ২০টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[2]

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রহুমায়ুন আহমেদ (প্রযোজক)
শেখ মুজিবুর রহমান (প্রযোজক)
আগুনের পরশমণি
দেশপ্রেমিক
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্ররেজানুর রহমান (পরিচালক)ঠিকানা
শ্রেষ্ঠ পরিচালককাজী হায়াৎদেশপ্রেমিক
শ্রেষ্ঠ অভিনেতাআলমগীরদেশপ্রেমিক
শ্রেষ্ঠ অভিনেত্রীবিপাশা হায়াতআগুনের পরশমণি
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাঅমল বোসআজকের প্রতিবাদ
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীআনোয়ারাঅন্তরে অন্তরে
শ্রেষ্ঠ শিশুশিল্পীশিলা আহমেদআগুনের পরশমণি
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকসত্য সাহাআগুনের পরশমণি
শ্রেষ্ঠ গীতিকারমাসুদ করিমহৃদয় থেকে হৃদয়ে
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পীখালিদ হাসান মিলুহৃদয় থেকে হৃদয়ে (গানঃ হৃদয় থেকে হৃদয়ে)
শ্রেষ্ঠ নারী সঙ্গী শিল্পীরুনা লায়লাঅন্তরে অন্তরে (গানঃ কালতো ছিলাম ভালো)

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকআব্দুস সবুরঘাতক
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারকাজী হায়াৎদেশপ্রেমিক
শ্রেষ্ঠ কাহিনীকারহুমায়ুন আহমেদআগুনের পরশমণি
শ্রেষ্ঠ চিত্রগ্রাহককাজী বশির
হাসান আহমেদ
ঘৃণা
ঘরের শত্রু
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাহুমায়ুন আহমেদআগুনের পরশমণি
শ্রেষ্ঠ সম্পাদকজিন্নাত হোসেনকমান্ডার
শ্রেষ্ঠ শব্দগ্রাহকমফিজুল হকআগুনের পরশমণি
শ্রেষ্ঠ মেকআপম্যানহারুনহৃদয় থেকে হৃদয়ে

বিশেষ পুরস্কার

তথ্যসূত্র

  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
  3. "চলচ্চিত্রে হুমায়ূন, হুমায়ূনের চলচ্চিত্র"। দেশে বিদেশে। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.