১৮ এপ্রিল

১৮ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৮তম (অধিবর্ষে ১০৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৭ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ঘটনাবলী

  • ১০২৫ - বলেস্ল ক্রব্রি পোলান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৫৫২ - মরিশাস লিঞ্জ দখল করে।
  • ১৭৫৭ - অস্ট্রিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।
  • ১৮৫৩ - এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়।
  • ১৯৩০ - ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে।
  • ১৯৪৬ - আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে।
  • ১৯৪৬ - জেনিভাতে লীগ অব নেশনসএর শেষ অধিবেশন অনুষ্ঠিত গঠিত হয়।
  • ১৯৫৪ - জামাল আব্দেল নাসের, মিশরের ক্ষমতা দখল করে।
  • ১৯৫৫ - ইন্দোনেশিয়ায় আফ্রিকা ও এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
  • ১৯৭১ - কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন।
  • ১৯৭৫ - কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশীদের কবল থেকে মুক্ত হয়।
  • ১৯৮০ - জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৯৬ - ইহুদীবাদী ইসরাইলের জঙ্গীবিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

  • বিশ্ব ঐতিহ্য দিবস।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.