১৮০° দ্রাঘিমারেখা

১৮০তম মধ্যরেখা বা এন্টিমেরিডিয়ান হলো একটি মধ্যরেখা। এটি মূল মধ্যরেখা হতে ১৮০° পূর্ব বা পশ্চিমে অবস্থিত এবং মূল মধ্যরেখার সাথে মিলিতভাবে মহাবৃত্ত গঠন করে। এটির মান পূর্ব এবং পশ্চিম উভয় দ্রাঘিমাংশের ক্ষেত্রে সমান। এই মধ্যরেখাটি আন্তর্জাতিক তারিখ রেখার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, কারণ এর অধিকাংশ প্রশান্ত মহাসাগরের খোলা পানির উপর দিয়ে গমন করেছে। তবে এই মধ্যরেখার কিছু অংশ রাশিয়া, ফিজি এবং এন্টারক্টিকার উপর দিয়েও গমন করেছে।

Line across the Earth
১৮০তম মধ্যরেখা
১৮০তম মধ্যরেখার পাশে আঁকাবাঁকা ভাবে আন্তর্জাতিক তারিখ রেখা।

উত্তর মেরু হতে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত ১৮০তম মধ্যরেখা যেসকল স্থানের উপর দিয়ে গমন করেঃ

স্থানাঙ্ক
(আনুমানিক)
দেশ, এলাকা বা সাগর টীকা
৯০°০′ উত্তর ১৮০°০′ পূর্ব উত্তর মহাসাগর
৭১°৩২′ উত্তর ১৮০°০′ পূর্ব  রাশিয়া Chukotka Autonomous Okrugভ্রাংগেল দ্বীপ
৭০°৫৮′ উত্তর ১৮০°০′ পূর্ব Chukchi Sea
৬৮°৫৯′ উত্তর ১৮০°০′ পূর্ব  রাশিয়া Chukotka Autonomous Okrug
৬৫°০২′ উত্তর ১৮০°০′ পূর্ব বেরিং সাগর
৫২°০′ উত্তর ১৮০°০′ পূর্ব Amchitka Pass Passing just east of Semisopochnoi Island, আলাস্কা,  যুক্তরাষ্ট্র (at ৫১°৫৭′ উত্তর ১৭৯°৪৭′ পূর্ব)
৫১°০′ উত্তর ১৮০°০′ পূর্ব প্রশান্ত মহাসাগর Passing just east of Nukulaelae atoll,  টুভালু (at ৯°২৫′ দক্ষিণ ১৭৯°৫২′ পূর্ব)
Passing just west of the island of Cikobia,  ফিজি (at ১৫°৪৩′ দক্ষিণ ১৭৯°৫৯′ পশ্চিম)
১৬°৯′ দক্ষিণ ১৮০°০′ পূর্ব  ফিজি Islands of Vanua Levu, Rabi, and Taveuni
১৬°৫৯′ দক্ষিণ ১৮০°০′ পূর্ব প্রশান্ত মহাসাগর Passing just east of the island of Moala,  ফিজি (at ১৮°৩৩′ দক্ষিণ ১৭৯°৫৭′ পূর্ব)
Passing just west of the island of Totoya,  ফিজি (at ১৯°০′ দক্ষিণ ১৭৯°৫২′ পশ্চিম)
Passing just east of the island of Matuku,  ফিজি (at ১৯°১০′ দক্ষিণ ১৭৯°৪৭′ পূর্ব)
৬০°০′ দক্ষিণ ১৮০°০′ পূর্ব দক্ষিণ মহাসাগর
৭৮°১৩′ দক্ষিণ ১৮০°০′ পূর্ব এন্টার্কটিকা Ross Dependency, claimed by  নিউজিল্যান্ড
১৮০° মধ্যরেখা, তাভেউনি, ফিজি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.