১৭ এপ্রিল

১৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৭তম (অধিবর্ষে ১০৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৮ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ঘটনাবলী

  • ১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন।
  • ১৬২৯ - প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয়।
  • ১৭৮১ - ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন।
  • ১৮৩৯ - গুয়াতেমালা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৯৪ - রুশ জননেতা ও সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের জন্ম।
  • ১৮৯৯ - এই দিনে কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
  • ১৯১৫ - এক যুদ্ধে বিশ্বে প্রথমবারের মত শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়।
  • ১৯২০ - আমেরিকান প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।
  • ১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী ইরাকে প্রবেশ করে।
  • ১৯৪৬ - ফরাসি দখলদারিত্ব থেকে সিরিয়ার স্বাধীনতা লাভ।
  • ১৯৫৩ - কম্বোডিয়া ফরাসীদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭১ - কুষ্টিয়া জেলার (বর্তমানে মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।
  • ১৯৭৫ - কম্বোডিয়ান গৃহযুদ্ধের অবসান, খেমার রুজ রাজধানী নমপেন থেকে আটক হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.