১৭৩/১৭৪ লোকাল

১৭৩/১৭৪ লোকাল বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি লোকাল ট্রেন, যা চাঁদপুর জেলার চাঁদপুর রেলওয়ে স্টেশনকুমিল্লা জেলার লাকসাম জংশন রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করতো। বর্তমানে এই ট্রেন বন্ধ রয়েছে।

১৭৩/১৭৪ লোকাল
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনলোকাল
অবস্থাবন্ধ
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল
যাত্রাপথ
শুরুলাকসাম জংশন রেলওয়ে স্টেশন
বিরতি১. চিতোষী রোড রেলওয়ে স্টেশন

২. শাহরাস্তি রেলওয়ে স্টেশন
৩. মেহের রেলওয়ে স্টেশন
৪. ওয়ারুক রেলওয়ে স্টেশন
৫. হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন
৬. বলাখাল রেলওয়ে স্টেশন
৭. মধুরোড রেলওয়ে স্টেশন
৮. শাহতলী রেলওয়ে স্টেশন
৯. মৈশাদী হল্ট রেলওয়ে স্টেশন

১০. চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন
শেষচাঁদপুর রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৬৯ কিলোমিটার
যাত্রার গড় সময়২ ঘণ্টা ২০ মিনিট (১৭৩)
২ ঘণ্টা ৩৫ মিনিট (১৭৪)
পরিষেবার হারদৈনিক
রেল নং১৭৩/১৭৪
ব্যবহৃত লাইনলাকসাম-চাঁদপুর রেলপথ
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
খাদ্য সুবিধানেই
কারিগরি
ট্র্যাক গেজমিটার গেজ
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষণলাকসাম জংশন রেলওয়ে স্টেশন

সময়সূচি

বাংলাদেশ রেলওয়ের ৫০তম সময়সূচি অনুযায়ী (যা ৭ই জানুয়ারী, ২০১৬ থেকে ২৮শে ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত কার্যকর ছিলো) ১৭৩/১৭৪ লোকাল ট্রেনটি নিম্নোক্ত সমসূচি অনুযায়ী চলতো:

১৭৩/১৭৪ লোকাল ট্রেনের সময়সূচি
ট্রেন নং উৎস প্রস্থানের সময় গন্তব্য পৌঁছানোর সময়
১৭৩ চাঁদপুর ০৮:৪০ পি.এম. লাকসাম জংশন ১১:২০ পি.এম
১৭৪ লাকসাম জংশন ০৫:৫০ পি.এম চাঁদপুর ০৮:১৫ পি.এম

ঘটনা ও দুর্ঘটনা

  • ১৪/০১/২০১৪: চাঁদপুর রেলওয়ে স্টেশনের সামনে রাতে প্রায় পৌনে বারোটার সময় ১৭৩ নং লোকাল ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।[1]

তথ্যসূত্র

  1. BanglaNews24.com। "চাঁদপুরে লোকাল ট্রেনের ২টি বগি লাইনচ্যুত"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.