১৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
১৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ১৭তম আয়োজন; যা ১৯৯২ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[1]
১৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৯২ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ১৯৯২ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | শঙ্খনীল কারাগার | |||
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | ধূসর যাত্রা | |||
শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর অন্ধ বিশ্বাস | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | ডলি জহুর শঙ্খনীল কারাগার | |||
সর্বাধিক পুরস্কার | শঙ্খনীল কারাগার ও ত্রাস (৪) | |||
|
এই বছর একটি মরণোত্তর পুরস্কারসহ মোট ২২টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[2]
বিজয়ীদের তালিকা
মেধা পুরস্কার
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শঙ্খনীল কারাগার[3] | |
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ধূসর যাত্রা | |
শ্রেষ্ঠ পরিচালক | মতিন রহমান | অন্ধ বিশ্বাস |
শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর | অন্ধ বিশ্বাস |
শ্রেষ্ঠ অভিনেত্রী | ডলি জহুর | শঙ্খনীল কারাগার |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | মিজু আহমেদ | ত্রাস |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | আনোয়ারা | রাধা কৃষ্ণ |
শ্রেষ্ঠ শিশুশিল্পী | সিমি | উচ্চ শিক্ষা |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | আলম খান | দিনকাল |
শ্রেষ্ঠ গীতিকার | গাজী মাজহারুল আনোয়ার | উচ্চ শিক্ষা |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী | সৈয়দ আব্দুল হাদী | ক্ষমা |
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | সাবিনা ইয়াসমিন | রাধা কৃষ্ণ[4] |
কারিগরী পুরস্কার
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | কাজী হায়াৎ | ত্রাস |
শ্রেষ্ঠ কাহিনীকার | হুমায়ুন আহমেদ | শঙ্খনীল কারাগার |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | আবু হেনা বাবলু | |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | বিজয় সেন | অন্ধ বিশ্বাস |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | কাজী হায়াৎ | ত্রাস |
শ্রেষ্ঠ সম্পাদক | সাইফুল ইসলাম | ত্রাস |
শ্রেষ্ঠ শব্দ গ্রাহক | এম এ মজিদ | শঙ্খনীল কারাগার |
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক | আমির হোসেন বাবু | বেপরোয়া |
শ্রেষ্ঠ মেকআপম্যান | দীপক কুমার সুর | মাটির কসম |
বিশেষ পুরস্কার
- বিশেষ পুরস্কার - আব্দুল জব্বার খান (মরণোত্তর)
তথ্যসূত্র
- রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- "চলচ্চিত্রে হুমায়ূন, হুমায়ূনের চলচ্চিত্র"। Deshe Bideshe। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৮, ২০১৫।
- "সংগীতের অহংকার সাবিনা ইয়াসমিন"। দৈনিক আজাদী। জানুয়ারি ২৪, ২০১৩। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.