১৪২ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা
ওয়ার্ড নং ১৪২, কলকাতা পৌরসংস্থা কলকাতা পৌরসংস্থার বরো নং ১৬-র একটি প্রশাসনিক বিভাগ।[1] এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জোকার অংশ নিয়ে গঠিত।[2]
১৪২ নং ওয়ার্ড | |
---|---|
কলকাতা পৌরসংস্থা | |
Interactive Map Outlining Ward No. 142 | |
১৪২ নং ওয়ার্ড | |
স্থানাঙ্ক: ২২.৪৬৪৮৮৯° উত্তর ৮৮.৩৩১৫৪২° পূর্ব | |
দেশ | ভারত |
State | পশ্চিমবঙ্গ |
শহর | কলকাতা |
অঞ্চল | জোকা, উত্তর হাঁসপুকুরিয়া |
সংরক্ষণ | এসসি |
লোকসভা কেন্দ্র | কলকাতা দক্ষিণ |
বিধানসভা কেন্দ্র | বেহালা পূর্ব |
বরো | ১৬ |
এলাকা কোড | +৯১ ৩৩ |
ইতিহাস
২০১২ সালে ওয়ার্ড নং ১৪২, ১৪৩ এবং ১৪৪, তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে বরো নং ১৬ এর অধীনে আনা হয়েছিল৷ নবনির্মিত ওয়ার্ডের এলাকাটি আগে জোকা ১ এবং জোকা ২ গ্রাম পঞ্চায়েতের অংশ ছিল। [3]
নির্বাচন হাইলাইট
ওয়ার্ডটি একটি সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল নির্বাচনী এলাকা গঠন করে এবং এটি বেহালা পূর্ব (বিধানসভা কেন্দ্র) [4]
নির্বাচনের বছর | নির্বাচনী এলাকা | কাউন্সিলরের নাম | দলীয় অধিভুক্তি | |
---|---|---|---|---|
২০১৫ | ওয়ার্ড নং ১৪২ | রঘুনাথ পাত্র | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [5][6] |
তথ্যসূত্র
- "Borough Co-ordinators"। Official Website of Kolkata Municipal Corporation। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১।
- "Joka to come under KMC in 2 months: Mayor"। The Indian Express। ২১ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১।
- "Assembly clears borough bill"। The Telegraph, 28 May 2015। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ)। West Bengal। Election Commission। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৫।
- "Ward-wise winners" (পিডিএফ)। Gazette Notification। West Bengal State Election Commission। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- "KMC Election 2015: Wardwise Trinamool Congress Winning Candidates List"। Telangana Teachers। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.