১২তম মেরিল-প্রথম আলো পুরস্কার

১২তম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের দ্বাদশ আয়োজন। ২০০৯ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০১০ সালের ৯ই এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান করা হয়।[1] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরীমোশাররফ করিম[2]

১২তম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ৯ এপ্রিল ২০১০
স্থানবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম
আলোকপাত
আজীবন সম্মাননাসুধীন দাশ
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দথার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
শ্রেষ্ঠ পরিচালনামোস্তফা সরয়ার ফারুকী
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
সর্বাধিক পুরস্কারথার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (৫টি)
সর্বাধিক মনোনয়নথার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (৭টি)
মনপুরা (৭টি)
টেলিভিশন আওতা
চ্যানেলএটিএন বাংলা
স্থিতিকাল৮৯ মিনিট
  ১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার ১৩তম  

চলচ্চিত্র শাখায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারমনপুরা সর্বাধিক সাতটি করে মনোনয়ন লাভ করে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটি বিশেষ পুরস্কার-সহ সর্বাধিক পাঁচটি পুরস্কার অর্জন করে। চঞ্চল চৌধুরী মনপুরা চলচ্চিত্রের জন্য তারকা জরিপ ও সমালোচকদের বিচারে উভয় শাখায় সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন লাভ করেন এবং তারকা জরিপে পুরস্কার লাভ করেন। নুসরাত ইমরোজ তিশা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রের জন্য তারকা জরিপ ও সমালোচকদের বিচারে উভয় শাখায় সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন এবং সমালোচকদের বিচারে পুরস্কার লাভ করেন।

টেলিভিশন শাখায় বিকল পাখির গান সর্বাধিক তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং তিনটি পুরস্কার অর্জন করে। নুরুল আলম আতিক বিকল পাখির গান-এর জন্য সেরা নাট্যকার ও সেরা টিভি নির্দেশক বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন এবং দুটি পুরস্কার অর্জন করেন।

সুধীন দাশকে সঙ্গীতে তার অবদানের জন্য মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[3]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সমালোচক শাখায় সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)(নারী) বিভাগে বিজয়ী মামুনুর রশীদতিশা
সমালোচক শাখায় সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে বিজয়ী ফজলুর রহমান বাবু

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

তারকা জরিপ

সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) সেরা কণ্ঠশিল্পী (নারী)

সমালোচক

সেরা চলচ্চিত্র সেরা চলচ্চিত্র পরিচালক
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
সেরা নাট্যকার সেরা নাট্য নির্দেশক
  • নুরুল আলম আতিক - বিকল পাখির গান
    • আশরাফী মিঠু - ছুটি
    • শিবু কুমার শীল - কেউ নেই শূন্যতা
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)

আজীবন সম্মাননা

বিশেষ পুরস্কার

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Meril Prothom Alo Awards"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১০ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮
  2. আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮
  3. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮
  4. Alom, Zahangir (এপ্রিল ১০, ২০১০)। "Meril Prothom Alo Awards"The Daily Star

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.