১০ জুলাই
১০ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯১তম (অধিবর্ষে ১৯২তম) দিন। বছর শেষ হতে আরো ১৭৪ দিন বাকি রয়েছে।
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ | |||||
২০২৩ |
ঘটনাবলী
- ৭১৫ - মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি এর মৃত্যু।
- ৮৭৪ - নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করে।
- ১৫২০ - রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।
- ১৫২৬ - পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।
- ১৫৫৩ - লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন।
- ১৭৪১ - ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন।
- ১৮৪২ - নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।
- ১৮৫৪ - স্যর চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
- ১৮৫৭ - মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত।
- ১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচনির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।
- ১৯০০ - অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়।
- ১৯২১ - মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।
- ১৯৪০ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।
- ১৯৪২ - দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।
- ১৯৪৬ - ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ৷
- ১৯৫৭ - ড.হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।
- ১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।
- ১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৩ - ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।
- ১৯৭৬ - গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।
- ১৯৮৯ - বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস।
- ১৯৯১ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
- ১৯৯২ - হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত।
জন্ম
- ১৪৫২ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস
- ১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী
- ১৮৩৪ - চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরুদা
- ১৮৫৬ - নিকোলা টেসলা, বিখ্যাত সার্বীয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী
- ১৮৭১ - মার্সেল প্রুস্ত্, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক
- ১৮৮৩ - মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক।( মৃ.২০/০৩/১৯৪৪)
- ১৮৮৫ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশী বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ
- ১৮৯৩ - কেশবচন্দ্র নাগ, বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা (মৃত্যু ০৬/০২/১৯৮৭)
- ১৯০২ - নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কুট আলডার
- ১৯১৩ - বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র।(মৃ.১৯৯৭)
- ১৯১৫ - নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক সল বেলো
- ১৯১৮ - শুভ গুহঠাকুরতা, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ‘দক্ষিনী’প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৮৯)
- ১৯২৫ - ডা. মাহাথির মোহাম্মদ, মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
- ১৯২৮ - অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি সাংবাদিক, "দ্যা রেইপ অব বাংলাদেশ"খ্যাত লেখক
- ১৯৩১ - মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক (মৃত্যু ০৩/০১/২০১০)
- ১৯৪৬ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী (মৃত্যু ২০১৯)
- ১৯৪৯ - সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান
- ১৯৬৮ - মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট
- ১৯৮০ - মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন
মৃত্যু
- ১৮১৭ - জেন অস্টেন, একজন ইংরেজ ঔপন্যাসিক।
- ১৮৯৩ -শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ।
- ১৯৭৭ - প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন। (জ.২২ ফেব্রুয়ারি,১৮৯৮)
- ২০০১ - হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।
- ২০১৪ -জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন। (জ.২৭/০৪/১৯১২)
ছুটি ও অন্যান্য
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ১০ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.