১০ জুন
১০ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬১তম (অধিবর্ষে ১৬২তম) দিন। বছর শেষ হতে আরো ২০৪ দিন বাকি রয়েছে।
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | |
২০২৩ |
ঘটনাবলী
- ১১৯০ -তৃতীয় ক্রুসেড: প্রথম ফ্রেডেরিক বারবারোসা জেরুজালেমের দিকে একটি বাহিনীর নেতৃত্ব দেয়ার সময় গোকসু নদীতে ডুবে যান।
- ১৬১০- গ্যালিলিও শনি গ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেন।
- ১৭৫২- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হন।
- ১৭৯০- ইংরেজ সেনাবাহিনী মালয় নামে পরিচিত বর্তমানকালের মালয়েশিয়ার ওপর হামলা চালায়।
- ১৮৮১- রাশিয়ার বিখ্যাত লেখক কাউন্ট লিও তলস্তয় চাষির ছদ্মবেশে একটি মঠের দিকে তীর্থযাত্রা শুরু করেন।
- ১৮৯০ - আজকের দিন রবিবার ছিল। এদিন থেকেই ভারতে সাপ্তাহিক ছুটি রবিবার নির্ধারিত হয় এবং এখনও অপরিবর্তিত রয়েছে।
- ১৯০৫- অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় শিল্পকলা তথা বেঙ্গল স্কুল অব আর্ট গঠিত হয়।
- ১৯১৬ - হুসাইন বিন আলি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহের ঘোষণা দেন।
- ১৯২৬- তুরস্কে সর্বশেষ জানেসারী বিপ্লবের সূচনা।
- ১৯৪০- ইংল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে ইতালির যুদ্ধ ঘোষণা।
- ১৯৪০- উইনস্টন চার্চিল তার নতুন মন্ত্রিসভা গঠন করেন।
- ১৯৭২- ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা।
- ২০০১- মিডিয়া সম্রাট সিলভিও বালুসকনি দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত।
জন্ম
- ১৮৩২ - নিকোলাস অটো, জার্মান প্রকৌশলী। (মৃ. ১৮৯১)
- ১৯১৫ - সল বেলো, কানাডীয়-আমেরিকান লেখক। (মৃ. ২০০৫)
- ১৯১৮ - ফররুখ আহমদ, বাঙালি কবি। (মৃ. ১৯৭৪)
- ১৯২২ - জুডি গারল্যান্ড, মার্কিন গায়িকা ও অভিনেত্রী ছিলেন। (মৃ. ১৯৬৯)
- ১৯৪২ - আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা।
- ১৯৫৫ - প্রকাশ পাডুকোন, ভারতের অন্যতম ব্যাডমিন্টন খেলোয়াড়।
- ১৯৬০ - নন্দমুরি বলকৃষ্ণ, ভারতের তেলুগু চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা।
- ১৯৬৫ - এলিজাবেথ হার্লি, ইংরেজ অভিনেত্রী ও মডেল।
- ১৯৭২ - এরিক উপশান্ত, শ্রীলঙ্কান সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮১ - আলবি মরকেল, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
- ১৯৮৯ - ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
- ১৯৮৯ - আলেক্সান্দ্রা স্তান, রোমানীয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত লেখক।
মৃত্যু
- ৩২৩ খ্রিস্টপূর্বাব্দ - মহান আলেকজান্ডার, প্রাচীন গ্রিক রাজ্য শাসনকারী আর্গিয়াদ রাজবংশের একজন রাজা। (জ. ৩৫৬ খ্রিষ্টপূর্বাব্দ)
- ৭৫৪ - আস-সাফাহ, প্রথম আব্বাসীয় খলিফা। (জ. ৭২১)
- ১১৯০- রোম সম্রাট ফ্রেডরিক বারবারোসা।
- ১৮৩৬ - অঁদ্রে-মারি অম্পেয়্যার, ফরাসি পদার্থবিজ্ঞানী। (জ. ১৭৭৫)
- ১৮৬৮- সার্বিয়ার রাজা তৃতীয় মাইকেল।
- ১৮৭৭ - বাংলার অগ্রগণ্য সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর।(জ.১৮০১)
- ১৯০২ - জ্যাসিন্ট ভার্ডাগুয়ের, কাতালান কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি। (জ. ১৮৪৫)
- ১৯২৬ - অ্যান্টনি গাউদি, স্প্যানিশ কাতালান স্থপতি ছিলেন। (জ. ১৮৫২)
- ১৯৪৮- বাঙালি লেখক অতুলচন্দ্র সেন।(জ.১৮৭০)
- ১৯৪৯ - সিগ্রিড উন্ড্সেট, নরওয়ান ঔপন্যাসিক। (জ. ১৮৮২)
- ১৯৫১ - এস ওয়াজেদ আলি, বাঙালি সাহিত্যিক। (জ. ১৮৯০)
- ১৯৬৫ - অতীন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী। (জ. ১৮৭৩)
- ১৯৬৭ - স্পেন্সার ট্রেসি, মার্কিন অভিনেতা। (জ. ১৯০০)
- ১৯৮২ - রাইনার ভের্নার ফাসবিন্ডার, পশ্চিম জার্মান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং নাট্যকার। (জ. ১৯৪৫)
- ১৯৮৭ - এলিজাবেথ হার্টম্যান, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯৪৩)
- ১৯৯৩ - বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যাল। (মৃ.১৯০০)
- ১৯৯৬ - জো ভ্যান ফ্লিট, আমেরিকান অভিনেত্রী। (জ. ১৯১৫)
- ২০০০ - হাফেজ আল-আসাদ, সিরিয়ার রাষ্ট্রপতি ছিলেন। (জ. ১৯৩০)
- ২০০০ - ব্রায়ান স্ট্যাদাম, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৯৩০)
- ২০০১ - লেইলা পাহলভি, ইরানের রাজকন্যা। (জ. ১৯৭০)
- ২০১৪ - গ্যারি গিলমোর, প্রখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (জ. ১৯৫১)
- ২০১৯ - গিরিশ কারনাড, ভারতীয় ভাষাবিজ্ঞানী ও চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯৩৮)
- ২০২১ - বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি কবি ও চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯৪৪)
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ১০ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.