হ্যাশট্যাগ
হ্যাশট্যাগ (ইংরেজি: Hashtag) একটি শব্দ অথবা অ-ব্যবধানযুক্ত শব্দগুচ্ছের সামনে যুক্ত হ্যাশ চিহ্ন ("#")।[1] এটি মেটাডাটা ট্যাগের একটি ফর্ম।[2] ফেসবুকে বা অন্য কোনো সামাজিক যোগাযোগের সাইট যেমন: টুইটার, গুগল প্লাস, ইন্সটাগ্রাম ইত্যাদিতে কোনো শব্দের পূর্বে স্পেস না দিয়ে '#' (হ্যাশ) প্রতীকটি যুক্ত করলে লেখাটি নীল বর্ণ ধারণ করে এবং একটি আলাদা ওয়েবলিংকে পরিণত হয়।[3]
![](../I/Global_Summit_to_End_Sexual_Violence_in_Conflict_(14203190979).jpg.webp)
২০০৪-এর #TimeToAct সম্মেলন হ্যাশট্যাগ ব্যবহারের পরামর্শ প্রদানকারী একটি সাইন।
পরবর্তিতে ওই শব্দের উপর ক্লিক করলে ফেসবুকের যত স্থানে ওই শব্দটি ব্যবহার হয়েছে তা নতুন ওয়েব পাতায় চলে আসে। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কিত লেখা খুব সহজে এবং চটজলদি খুঁজে পেতে হ্যাশ ট্যাগ ব্যবহার করা হয় করা হয়।
প্রথম দিকে শুধুমাত্র টুইটারে এই সেবাটি চালু ছিল।[2][4] পরবর্তিতে জুন ২০১৩ এ ফেসবুকে এই বিশেষ পদ্ধতি যুক্ত করা হয়।
তথ্যসূত্র
- Pratidin, Bangladesh। "হ্যাশট্যাগ কি এবং কেন? - বাংলাদেশ প্রতিদিন"।
- (www.dw.com), Deutsche Welle। "শুভ জন্মদিন #হ্যাশট্যাগ - DW - 23.08.2017"। DW.COM।
- "গুগল ম্যাপস-এ এলো হ্যাশট্যাগ"।
- "কীভাবে এলো হ্যাশট্যাগ?"। ২৫ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)
উইকিমিডিয়া কমন্সে হ্যাশট্যাগ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- Wikipedia internal hashtag search engine – সম্পাদনা সারাংশে হ্যাশট্যাগ ব্যবহারের জন্য
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.