হ্যারি কোর্টল্যাং
হ্যারি হার্বার্ট লরেঞ্জ কোর্টল্যাং (ইংরেজি: Harry Kortlang; জন্ম: ১২ মার্চ, ১৮৮০ - মৃত্যু: ১৫ ফেব্রুয়ারি, ১৯৬১) মেলবোর্নে জন্মগ্রহণকারী প্রথিতযশা প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটার ছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দলে মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন হ্যারি কোর্টল্যাং।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হ্যারি হার্বার্ট লরেঞ্জ কোর্টল্যাং | ||||||||||||||||||||||||||
জন্ম | মেলবোর্ন, অস্ট্রেলিয়া | ১২ মার্চ ১৮৮০||||||||||||||||||||||||||
মৃত্যু | ১৫ ফেব্রুয়ারি ১৯৬১ ৮০) কটস্লো, অস্ট্রেলিয়া | (বয়স||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||
১৯০৯/১০ - ১৯১১/১২ | ভিক্টোরিয়া | ||||||||||||||||||||||||||
১৯২২/২৩ - ১৯২৬/২৭ | ওয়েলিংটন | ||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ১ নভেম্বর, ২০১৮ |
খেলোয়াড়ী জীবন
১৯১০ থেকে ১৯১২ সময়কালে ভিক্টোরিয়ার পক্ষে ১৭টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছেন তিনি। ১৯০৯-১০ মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শীর্ষস্থানীয় রানসংগ্রাহক ছিলেন হ্যারি কোর্টল্যাং।
অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ শেষে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজে। বিশ্বযুদ্ধের পর নিউজিল্যান্ডে ১৯২২ থেকে ১৯২৭ সময়কালে ওয়েলিংটনের পক্ষে ১৫টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন হ্যারি কোর্টল্যাং। এছাড়াও, ১৯১১ সালে অস্ট্রেলিয়া একাদশ ও ১৯২৪ সালে নিউজিল্যান্ড একাদশের পক্ষে খেলেছেন।[1] তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কোন খেলায় অংশগ্রহণের সুযোগ হয়নি তার।
১৫ ফেব্রুয়ারি, ১৯৬১ তারিখে ৮১ বছর বয়সে হ্যারি কোর্টল্যাংয়ের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
- "First-class matches played by Harry Kortlang"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৬।
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে হ্যারি কোর্টল্যাং (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে হ্যারি কোর্টল্যাং (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)