হ্যারল্ড ইলিয়ট ভারমাস
হ্যারল্ড ইলিয়ট ভারমাস একজন মার্কিন ভাইরাসবিদ। [1] তিনি ১৯৮৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [2]
হ্যারল্ড ইলিয়ট ভারমাস | |
---|---|
জন্ম | হ্যারল্ড ইলিয়ট ভারমাস ১৮ ডিসেম্বর ১৯৩৯ ওশানসাইড, নিউ ইয়র্ক, U.S. |
মাতৃশিক্ষায়তন | Amherst College হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া ইউনিয়াভার্সিটি কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস |
পরিচিতির কারণ | Retroviral oncogenes |
দাম্পত্য সঙ্গী | Constance Louise Casey (m. 1969; 2 children) |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৮৯ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | Cell biology |
জীবনী
ভারমাস ১৯৭০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিস্কো ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন। তিনি ১৯৭২ সালে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিযুক্ত হন এবং ১৯৭৯ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
তথ্যসূত্র
- "Harold Varmus | Biography, Research, Nobel Prize, & Facts | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪।
- "The Nobel Prize in Physiology or Medicine 1989"। NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.