হ্যামিশ গার্ডিনার

হ্যামিশ জন উইলিয়াম গার্ডিনার (জন্ম: ৪ জানুয়ারি, ১৯৯১) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিসবেন এলাকায় জন্মগ্রহণকারী স্কটিশ ক্রিকেটার। স্কটল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য হ্যামিশ গার্ডিনার দলের ব্যাটিং উদ্বোধনে নেমে থাকেন। তিনি মূলতঃ ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী।

হ্যামিশ গার্ডিনার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহ্যামিশ জন উইলিয়াম গার্ডিনার
জন্ম (1991-04-01) ১ এপ্রিল ১৯৯১
ব্রিসবেন, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাশীর্ষস্থানীয় ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৪)
৩ সেপ্টেম্বর ২০১৪ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই১২ সেপ্টেম্বর ২০১৪ বনাম আয়ারল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৩-স্কটল্যান্ড
২০১৩-হাইল্যান্ডার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৩
রানের সংখ্যা ১৩৭ ৩৩৫
ব্যাটিং গড় ২২.৮৩ ৩.০০ ২৭.৯১
১০০/৫০ -/১ -/- ০/২
সর্বোচ্চ রান ৮৯ ৮৯
বল করেছে - - -
উইকেট - - -
বোলিং গড় - - -
ইনিংসে ৫ উইকেট - - -
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং - - -
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– -/– ৩/–
উৎস: Cricinfo, ১২ সেপ্টেম্বর ২০১৪

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[1] সেপ্টেম্বর, ২০১৪ সালে মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ড দলের বিপক্ষে তিনি তার অভিষেক অর্ধ-শতক সংগ্রহ করেন।

তথ্যসূত্র

  1. "Hamish Gardiner"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.