হ্নীলা ইউনিয়ন

হ্নীলা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন

হ্নীলা
ইউনিয়ন
২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ
হ্নীলা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হ্নীলা
হ্নীলা
হ্নীলা বাংলাদেশ-এ অবস্থিত
হ্নীলা
হ্নীলা
বাংলাদেশে হ্নীলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২০°৫৯′২″ উত্তর ৯২°১৪′১৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাটেকনাফ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানরাশেদ মাহমুদ আলী
আয়তন
  মোট৬৬.৭২ বর্গকিমি (২৫.৭৬ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৪৯,৯৯০
  জনঘনত্ব৭৫০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৪.০২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৬১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন

হ্নীলা ইউনিয়নের আয়তন ১৬,৪৮৬ একর (৬৬.৭২ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হ্নীলা ইউনিয়নের লোকসংখ্যা ৪৯,৯৯০ জন। এর মধ্যে পুরুষ ২৫,৯৭৪ জন এবং মহিলা ২৪,০১৬ জন।[2]

অবস্থান ও সীমানা

টেকনাফ উপজেলার পূর্বাংশে হ্নীলা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হোয়াইক্যং ইউনিয়ন, পশ্চিমে হোয়াইক্যং ইউনিয়নটেকনাফ সদর ইউনিয়ন, দক্ষিণে টেকনাফ সদর ইউনিয়ন এবং পূর্বে নাফ নদীমায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

হ্নীলা ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • মরিচ্যাঘোনা
  • আলী আকবরপাড়া
  • রোজারঘোনা
  • নাইক্ষ্যংখালী
  • ওয়াব্রাং
  • পূর্ব সিকদারপাড়া
  • ফুলের ডেইল
  • বাজারপাড়া
  • গোদামপাড়া
  • পূর্ব পানখালী
  • পশ্চিম পানখালী
  • পশ্চিম সিকদারপাড়া
  • দরগাহপাড়া
  • নাটমুরাপাড়া
  • জালিয়াপাড়া
  • উলুচামরী
  • ছোট লেচুয়াপ্রাং
  • কোনারপাড়া
  • গাজীপাড়া
  • জুম্মাপাড়া
  • রঙ্গীখালী
  • চৌধুরীপাড়া
  • উত্তর আলীখালী
  • দক্ষিণ আলীখালী
  • লেদা পূর্বপাড়া
  • লেদা পশ্চিমপাড়া
  • মোচনীপাড়া
  • নয়াপাড়া
  • জাদিমুরা
  • দমদমিয়া
  • বড় লেচুয়াপ্রাং
  • নাইক্ষ্যংখালী পূর্বপাড়া

[3]

শিক্ষা ব্যবস্থা

হ্নীলা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.০২%।[1] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা (বালিকা), ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • মঈন উদ্দীন মেমোরিয়াল কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
  • হ্নীলা উচ্চ বিদ্যালয়
  • হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়[4]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • নাইক্ষ্যংখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • লেদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[5]
প্রাথমিক বিদ্যালয়
  • আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উলুচামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়[6]

যোগাযোগ ব্যবস্থা

হ্নীলা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

হ্নীলা ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী

হাট-বাজার

হ্নীলা ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল হ্নীলা বাজার এবং হ্নীলা মৌলভীবাজার।[7]

দর্শনীয় স্থান

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: রাশেদ মাহমুদ আলী

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "ইউনিয়নের জনসংখ্যা"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০০৮
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮
  4. "মাধ্যমিকবিদ্যালয় - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41206&union=02%5B%5D
  7. "হাট বাজারের তালিকা - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮
  8. "দর্শনীয়স্থান - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.