হোশঙ্গাবাদ জেলা

হোশঙ্গাবাদ বা নর্মদাপুরম জেলা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অন্যতম জেলা এবং হোশঙ্গাবাদ শহরটি জেলা সদর।

হোশঙ্গাবাদ জেলা
মধ্যপ্রদেশের জেলা
Location of Hoshangabad district in Madhya Pradesh
Location of Hoshangabad district in Madhya Pradesh
দেশভারত
রাজ্যমধ্য প্রদেশ
বিভাগNarmadapuram
সদরহোশঙ্গাবাদ
তেহসিল০৮
সরকার
  Lok Sabha constituenciesHoshangabad
  Vidhan Sabha constituencieshoshangabad itarsi
আয়তন
  Total৫,৪০৮ বর্গকিমি (২,০৮৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  Total১২,৪১,৩৫০
  জনঘনত্ব২৩০/বর্গকিমি (৫৯০/বর্গমাইল)
  পৌর এলাকা৩৫%
Demographics
  Literacy76.52 per cent
  Sex ratio৯১২ মহিলা/১০০০ পুরুষ
সময় অঞ্চলIST (ইউটিসি+০৫ঃ৩০)
Major highwaysNH69, SH15, SH19, SH19A, SH22
Average annual precipitation1006~1350 mm
ওয়েবসাইটhttp://narmadapuram.nic.in/

ভূগোল

জেলার আয়তন ৫৪০৮.২৩ বরগ কিলোমিটার উত্তরে হোসাইনবাদ জেলা রাইসেন, পূর্বে নরসিংহপুর, দক্ষিণ-পূর্বে ছিণ্ডওয়ারা, দক্ষিণে বেতুল, পশ্চিমে হার্ডা এবং উত্তর-পশ্চিমে সিহোর জেলা সীমাবদ্ধ ১৯৯৯ সালে, হোশঙ্গাবাদ জেলার পশ্চিম অংশটি বিভাজিত হয়ে হার্ডা জেলা হয়ে যায় । <ref>"Hoshangabad"। District administration। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪</ref>

জেলাটি নর্মদা নদীর উপত্যকায় অবস্থিত, এবং নর্মদা জেলার উত্তর সীমানা গঠন করে, হোছাবাদবাদ জেলা [হোছাবাদবাদ] বিভাগের একটি অংশ। তাওয়া নদী নর্মদার একটি শাখা, দক্ষিণে সাতপুরা রেঞ্জের মধ্যে উঠে উত্তর দিকে প্রবাহিত হয়েছে বন্দর ভান গ্রামে নর্মদার সাথে দেখা করতে। তাওয়া জলাশয়টি জেলার দক্ষিণ-মধ্য অঞ্চলে অবস্থিত।

জেলার দক্ষিণাঞ্চলে সাতপুরা রেঞ্জ এর জনপ্রিয় [পর্যটন কেন্দ্র] পাচমারি ও হোশঙ্গাবাদ জেলাও রয়েছে। পাছমারহি ছিল ব্রিটিশ রাজ কেন্দ্রীয় প্রদেশ এবং বেরার গ্রীষ্মের রাজধানী।

পাচমারি অভয়ারণ্য (৪ 46১.৩7 & nbsp; কিমিঃ) বৃহত্তর পাচমারি বায়োস্ফিয়ার সংরক্ষণ এর একটি অংশ, যা বেতুল এবং ছিন্দ্বারা জেলায় বিস্তৃত।

রজত প্রপাতটি হোছাবাদবাদ জেলার পাচমড়িতে অবস্থিত। মৌমাছির জলপ্রপাত, দুচেস জলপ্রপাত এবং দুপুরগ্রাহ, সাতপুরাসের সর্বোচ্চ চূড়া, পাছমারীতে অবস্থিত।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.