হোজাই জেলা

হোজাই ভারতবর্ষের আসাম রাজ্যের একটি নতুন জেলা যা ১৫ ই আগস্ট ২০১৫, নগাঁও জেলার তিনটি তেহশিল হোজাই,দবকা এবং লঙ্কা নিয়ে সংগঠিত হয় ।[1] হোজাই এই নবগঠিত জেলার সদর।

হোজাই জেলা
আসামের জেলা
আসামে হোজাইয়ের অবস্থান
দেশভারত
রাজ্যআসাম
সদরদপ্তরশঙ্করদেবনগর
মহকুমা
সরকার
  লোকসভা কেন্দ্রনগাঁও লোকসভা
  বিধানসভা আসনযমুনামুখ, হোজাই, লামডিং
জনসংখ্যা (২০১১)
  মোট৯,৩১,২১৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
পূর্ব-পশ্চিম করিডোরটি হোজাই জেলার মধ্য দিয়ে একটি চার লেন রোড

ব্যুৎপত্তি

মধ্যযুগে হোজাই দিমাসা কাছাড়ি রাজ্যের একটি অংশ ছিল। আহোম বুরুঞ্জী মতে, দিমাসা কাছাড়ি রাজ্য দিকু নদী থেকে কলং নদী পর্যন্ত বিস্তৃত ছিল। হোজাই-এ বসবাসকারী দিমাসা কাছাড়িরা "হোজাই- কাছাড়ি" নামে পরিচিত ছিল । "হোজাই " দিমাসা উপজাতির একটি বংশ বা গোষ্ঠি, সম্ভবত হোজাই নামটি "হোজাই" গোষ্ঠীর নাম থেকে এসেছে। এখানে লোকমুখে সর্বাধিক প্রচলিত ভাষা সিলেটি ভাষা ব‍্যবহ্নত হয়

জনপরিসংখ্যান

ভারতীয় আদমশুমারি ২০১১ মতে তিনটি তহশিল সংলগ্ন নবনির্মিত হোজাই জেলার মোট জনসংখ্যা ৯,৩১,২১৮। যার মধ্যে ৪৯,৯৫৬৫ জন মুসলমান ও ৪২,৪০৬৫ জন হিন্দু । অর্থ্যাৎ হোজাই জেলাতে জেলার জনসংখ্যার মধ্যে মুসলমানদের শতকরা হার ৫৩.৬৫% এবং হিন্দুদের শতকরা হার ৪৫.৫৩% । দবকা তহশিলে মুসলমানদের জনসংখ্যার শতকরা হার প্রায় ৮৭% থাকায় হোজাই জেলাতে সংখ্যাগরিষ্ঠ বেশি । হোজাই জেলার অন্যান্য তহশিলগুলো হিন্দুপ্রধান। [2] ২০০১ সনে বর্তমান হোজাই জেলার জনসংখ্যা ছিল ৭৪,৪৭৯১ যার মধ্যে ৩৭,৪২০৫ জন মুসলমান ও ৩৬,৫১৮০ জন হিন্দু। অর্থাৎ হোজাই জেলাতে হিন্দুদের জনসংখ্যার হার ছিল ৪৯.০৩%, মুসলমানদের ছিল ৫০.২৪% । হোজাই জেলাতে ২০০১ থেকে ২০১১ অবদি ২৫.০৩% বৃদ্ধি পেয়েছে।

তহশীল  অনুযায়ী হোজাই জেলার ধর্মীয় তথ্য [3]
তহশীল সর্বমোট হিন্দু মুসলমান  হিন্দু % মুসলমান %
হোজাই ২২৮৫৩০ ১৩৫৩৭৭ ৯২৫৯০ ৫৯.২৪% ৪০.৫২%
ডবকা ৩০৩৭৬৭ ৩৭৮৭২ ২৬৫৩৬৬ ১২.৪৭% ৮৭.৩৫%
লঙ্কা ৩৯৮৯২১ ২৫০৮১৬ ১৪১৬০৯ ৬২.৮৭% ৩৫.৫০%
জিলা-২০১১ ৯৩১২১৮ ৪২৪০৬৫ ৪৯৯৫৬৫ ৪৫.৫৩% ৫৩.৬৫%
জিলা-২০০১ ৭৪৪৭৯১ ৩৬৫১৮০ ৩৭৪২০৫ ৪৯.০৩% ৫০.২৪%

রাজনীতি

হোজাই জেলাতে তিনটি বিধানসভা রয়েছে। এগুলো হচ্ছে যমুনামুখ, হোজাই, লামডিং। হোজাই জেলা নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত।

তথ্যসূত্র

  1. "Assam gets new district of Hojai" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জুলাই ২০১৬ তারিখে, The Northeast Today
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৬

আরও দেখুন

বহিসংযোগ

https://web.archive.org/web/20190113105446/http://nagaon.nic.in/hojai/

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.