হোক কলরব
হোক কলরব বাংলাদেশি সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় একক স্টুডিও অ্যালবাম। জানুয়ারি, ২০০৬[1] সালে বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড কর্তৃক বাংলাদেশের ঢাকায় এটি মুক্তি পায়।[3][4]
হোক কলরব | ||||
---|---|---|---|---|
![]() | ||||
শায়ান চৌধুরী অর্ণব কর্তৃক স্টুডিও অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১ জানুয়ারি ২০০৬[1] | |||
ঘরানা | পরীক্ষামূলক সঙ্গীত | |||
দৈর্ঘ্য | ৫৩:২৬ | |||
সঙ্গীত প্রকাশনী | বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড[2] | |||
প্রযোজক | শায়ান চৌধুরী অর্ণব | |||
শায়ান চৌধুরী অর্ণব কালক্রম | ||||
|
এই অ্যালবামে মোট বারোটি গান অন্তর্ভুক্ত হয়েছে।[1] অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনে প্রতিবাদের ভাষা হিসেবে হোক কলরব শব্দবন্ধটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল।[5][6]
গানের তালিকা
সবগুলি গানের সুরকার শায়ান চৌধুরী অর্ণব।
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "বাক্সে বাক্সে" | ৩:১৪ |
২. | "তোমার জন্য" | ৪.০২ |
৩. | "হোক কলরব" | ৩.২৩ |
৪. | "তুই কি জানিস না ১" | ৫.১৯ |
৫. | "ভালবাসা তারপর" | ৪.৩৩ |
৬. | "তোর জন্য" | ৪.০২ |
৭. | "সময় কাটে" | ৪.৩১ |
৮. | "চালাক তুমি" | ৪.১৮ |
৯. | "মুহূর্ত" | ৪.০১ |
১০. | "প্রকৃত জল" | ৫.২৫ |
১১. | "শব্দ" | ৪.০৩ |
১২. | "তুই কি জানিস না ২" | ৬.০৩ |
মোট দৈর্ঘ্য: | ৫২.১৪ |
কর্মিবৃন্দ
- শায়ান চৌধুরী অর্ণব — গিটার
তথ্যসূত্র
- "হোক কলরব"। www.last.fm। লাস্ট.এফএম। ২০০৬। সংগ্রহের তারিখ এপ্রিল ১১, ২০১৫।
- Ferdous, Fahmim (৪ এপ্রিল ২০১৪)। "Hok Kolorob: Mellifluous melodies"। The Daily Star। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৪।
- "Interview with Arnob"। নিউ এজ (বাংলাদেশ)। ঢাকা। ২৩ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৩, ২০০৭।
- "দশ বছর কোনো টাকা পাননি অর্ণব!"। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ। ডিসেম্বর ২২, ২০১৪। ৪ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৪, ২০১৫।
- চিন্তামন তুষার (২৫ সেপ্টেম্বর ২০১৪)। "অর্ণবের 'হোক কলরব' পশ্চিমবঙ্গে প্রতিবাদের অস্ত্র"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঢাকা। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৫।
- "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'হোক কলরব' আন্দোলন তুঙ্গে"। হ্যালোটুডে। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৫।
বহিঃসংযোগ
- হোক কলরব — লাস্ট.এফএম
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.