হোক কলরব

হোক কলরব বাংলাদেশি সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় একক স্টুডিও অ্যালবাম। জানুয়ারি, ২০০৬[1] সালে বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড কর্তৃক বাংলাদেশের ঢাকায় এটি মুক্তি পায়।[3][4]

হোক কলরব
শায়ান চৌধুরী অর্ণব কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ জানুয়ারি ২০০৬ (2006-01-01)[1]
ঘরানাপরীক্ষামূলক সঙ্গীত
দৈর্ঘ্য৫৩:২৬
সঙ্গীত প্রকাশনীবেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড[2]
প্রযোজকশায়ান চৌধুরী অর্ণব
শায়ান চৌধুরী অর্ণব কালক্রম
চাইনা ভাবিস
(২০০৫)
হোক কলরব
(২০০৬)
ডুব
(২০০৮)

এই অ্যালবামে মোট বারোটি গান অন্তর্ভুক্ত হয়েছে।[1] অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনে প্রতিবাদের ভাষা হিসেবে হোক কলরব শব্দবন্ধটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল।[5][6]

গানের তালিকা

সবগুলি গানের সুরকার শায়ান চৌধুরী অর্ণব।

নং.শিরোনামদৈর্ঘ্য
১."বাক্সে বাক্সে"৩:১৪
২."তোমার জন্য"৪.০২
৩."হোক কলরব"৩.২৩
৪."তুই কি জানিস না ১"৫.১৯
৫."ভালবাসা তারপর"৪.৩৩
৬."তোর জন্য"৪.০২
৭."সময় কাটে"৪.৩১
৮."চালাক তুমি"৪.১৮
৯."মুহূর্ত"৪.০১
১০."প্রকৃত জল"৫.২৫
১১."শব্দ"৪.০৩
১২."তুই কি জানিস না ২"৬.০৩
মোট দৈর্ঘ্য:৫২.১৪

কর্মিবৃন্দ

তথ্যসূত্র

  1. "হোক কলরব"www.last.fmলাস্ট.এফএম। ২০০৬। সংগ্রহের তারিখ এপ্রিল ১১, ২০১৫
  2. Ferdous, Fahmim (৪ এপ্রিল ২০১৪)। "Hok Kolorob: Mellifluous melodies"। The Daily Star। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৪
  3. "Interview with Arnob"নিউ এজ (বাংলাদেশ)ঢাকা। ২৩ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৩, ২০০৭
  4. "দশ বছর কোনো টাকা পাননি অর্ণব!"দৈনিক সুপ্রভাত বাংলাদেশ। ডিসেম্বর ২২, ২০১৪। ৪ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৪, ২০১৫
  5. চিন্তামন তুষার (২৫ সেপ্টেম্বর ২০১৪)। "অর্ণবের 'হোক কলরব' পশ্চিমবঙ্গে প্রতিবাদের অস্ত্র"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমঢাকা। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৫
  6. "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'হোক কলরব' আন্দোলন তুঙ্গে"হ্যালোটুডে। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.