হেলেন হেইস
হেলেন হেইস ম্যাকআর্থার (ইংরেজি: Helen Hayes MacArthur; প্রদত্ত নাম: ব্রাউন, ১০ অক্টোবর ১৯০০ - ১৭ মার্চ ১৯৯৩)[1] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। আট দশকের অধিক সময়ের কর্মজীবনে তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করেছেন। মঞ্চে তার কাজের জন্য তিনি "মার্কিন থিয়েটারের ফার্স্ট লেডি" আখ্যা লাভ করেন এবং তিনি ১৫ জন অভিনয়শিল্পীর একজন, যিনি একটি করে অস্কার, এমি, গ্র্যামি ও টনি পুরস্কার অর্জন করেছেন। তিনি ১৯৮৬ সালে রোনাল্ড রেগনের হাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম অর্জন করেন।[2] ১৯৮৮ সালে তিনি ন্যাশনাল মেডেল অব আর্টসে ভূষিত হন।
হেলেন হেইস | |
---|---|
Helen Hayes | |
জন্ম | হেলেন হেইস ব্রাউন ১০ অক্টোবর ১৯০০ |
মৃত্যু | ১৭ মার্চ ১৯৯৩ ৯২) নাইয়াক, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯০৫-১৯৮৭ |
দাম্পত্য সঙ্গী | চার্লস ম্যাকআর্থার (বি. ১৯২৮; মৃ. ১৯৫৬) |
সন্তান | ২, জেমস ম্যাকআর্থার-সহ |
হেইস শৈশবেই মঞ্চ অভিনয়ের সাথে যুক্ত হন। তার অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র দ্য সিন অব ম্যাডেলন ক্লডেট (১৯৩২)-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কার লাভ করেন এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দর্শকদের পছন্দে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে ভল্পি কাপ লাভ করেন। এয়ারপোর্ট (১৯৭০) চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার লাভ করেন। এছাড়া তিনি অ্যানেস্তেশিয়া (১৯৫৬) ও হার্বি রাইডস অ্যাগেইন (১৯৭৪) চলচ্চিত্রে অভিনয় করে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
১৯৮৪ সাল থেকে ওয়াশিংটন ডিসিতে পেশাদার মঞ্চনাটকের স্বীকৃতি হিসেবে তার নামানুসারে বাৎসরিক হেলেন হেইস পুরস্কার প্রদান করা হয়ে আসছে। নিউ ইয়র্ক সিটির ফোর্টি সিক্সথ স্ট্রিটে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত সাবেক ফুলটন থিয়েটারের নাম পরিবর্তন করে হেলেন হেইস থিয়েটার রাখা হয়। ১৯৮২ সালে এই থিয়েটার ভেঙ্গে ফেলা হলে নিকটবর্তী লিটল থিয়েটারের নাম পরিবর্তন করে তার নামানুসারে নামকরণ করা হয়। হেলেন হেইসকে ২০শ শতাব্দীর মঞ্চনাটকের সেরা প্রধান অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়।[3]
তথ্যসূত্র
- "Helen Hayes | American actress"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- "Ronald Reagan: Remarks at the Presentation Ceremony for the Presidential Medal of Freedom"। প্রেসিডেন্সি। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- "Helen Hayes: A Remembrance"। থিয়েটার ওয়াশিংটন। ২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে হেলেন হেইস (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে হেলেন হেইস (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হেলেন হেইস (ইংরেজি)