হেডিংলি স্টেডিয়াম

হেডিংলি স্টেডিয়াম (ইংরেজি: Headingley Stadium) ইংল্যান্ডের একটি ক্রীড়া কমপ্লেক্সবিশেষ। এটি পশ্চিম ইয়র্কশায়ারের লিডসের হেডিংলি এলাকায় অবস্থিত একটি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম। সংক্ষেপে এ স্টেডিয়ামটি হেডিংলি নামে পরিচিত। এ স্টেডিয়ামে ক্রিকেটরাগবি খেলার জন্য দু’টি অংশ রয়েছে। তন্মধ্যে ক্রিকেটের জন্য ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব, রাগবি লীগের জন্য লিডস রাইনোজ এবং রাগবি ইউনিয়নের জন্য লিডস কার্নেগি দল অনুশীলনের জন্য মাঠটি ব্যবহার করে থাকে। শুরুতে এর মালিক ছিল লিডস ক্রিকেট, ফুটবল ও অ্যাথলেটিক কোম্পানী। বর্তমানে এ মাঠটি ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ও লিডস রাগবি দল কর্তৃক যৌথভাবে পরিচালিত হয়।[1]

হেডিংলি স্টেডিয়াম
মানচিত্র
অবস্থানহেডিংলি, লিডস, ইংল্যান্ড
স্থানাঙ্ক৫৩°৪৮′৫৮.৮৭″ উত্তর ১°৩৪′৫৫.৮২″ পশ্চিম
মালিকলিডস রাগবি
ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
ধারণক্ষমতারাগবি স্টেডিয়াম (২১,০৬২)
ক্রিকেট স্টেডিয়াম (১৭,৫০০)
উপরিভাগঘাস
নির্মাণ
উদ্বোধন১৮৯০
পুনঃসংস্কার১৯৯১, ২০১১, ২০১৫, ২০১৭-১৯
সম্প্রসারণ১৯৩১, ১৯৩২, ২০০০, ২০০৬, ২০১০
ভাড়াটে
রাগবি স্টেডিয়াম
লিডস রাইনোজ (১৮৯০-বর্তমান)
ইয়র্কশায়ার কার্নেগি (১৯৯১-বর্তমান)
ব্রামলি (১৯৯৭-১৯৯৯)
ক্রিকেট স্টেডিয়াম
ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব (১৮৯১-বর্তমান)

এখানে একই সুবিধাদি নিয়ে দুই পার্শ্বে দুটি পৃথক মাঠ রয়েছে - হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড ও হেডিংলি রাগবি স্টেডিয়াম। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত লিডস মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তিবদ্ধতার দরুন প্রাতিষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি হেডিংলি কার্নেগি স্টেডিয়াম নামে পরিচিতি ছিল।[2] ১ নভেম্বর, ২০১৭ তারিখ থেকে এমারেল্ড গ্রুপ পাবলিশিংয়ের নামকরণ চুক্তিতে স্টেডিয়ামটি এমারেল্ড হেডিংলি স্টেডিয়াম নামে পরিচিতি পাচ্ছে।[3]

তথ্যসূত্র

  1. "Joint management agreed for Headingley Stadium"। Yorkshire C.C.C.। ১১ অক্টোবর ২০০৬। ৩০ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০০৬
  2. "Leeds Metropolitan University – Latest News – Headingley Carnegie Stadium – 11/01/06"। ২৭ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৪
  3. "Emerald Group sponsorship gives green light to stadium redevelopment"। Yorkshire C.C.C.। ৩০ জুন ২০১৭। ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.