হেজাজ রাজতন্ত্র

হেজাজ রাজতন্ত্র ছিল হেজাজ অঞ্চলের (বর্তমান সৌদি আরবের অন্তর্ভুক্ত) হাশেমি গোত্র দ্বারা শাসিত একটি রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়দের পরাজয়ের পর এটি স্বাধীন হয়। হুসাইন বিন আলী এ উদ্দেশ্যে ব্রিটিশদের সাথে একটি চুক্তি করেন। এতে উল্লেখ ছিল যে, আরবদের জন্য একটি একীভূত রাষ্ট্রের বিনিময়ে আরবরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। ১৯১৬ সালে হুসাইন বিন আলী নিজেকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন। তার বাহিনী আরব উপদ্বীপ থেকে তুর্কিদেরকে তাড়ানোর জন্য অন্যান্য আরব বাহিনী ও ব্রিটিশ সাম্রাজ্যের সাথে হাত মেলায়।

হেজাজ রাজতন্ত্র

১৯১৬–১৯২৫
হেজাজের পতাকা (১৯১৭)
হেজাজের পতাকা (১৯২০)
আরব উপদ্বীপে হেজাজ রাজতন্ত্র (সবুজ) ও বর্তমান হেজাজ অঞ্চল (লাল)।
রাজধানীমক্কা
প্রচলিত ভাষাআরবি · ফার্সি
উসমানীয় তুর্কি
ধর্ম
ইসলাম
সরকারপূর্ণ রাজতন্ত্র
শরীফ 
 ১৯১৬১৯২৪
হুসাইন বিন আলী
 ১৯২৪১৯২৫
আলী বিন হুসাইন
ঐতিহাসিক যুগযুদ্ধকালীন সময়
 রাজতন্ত্র প্রতিষ্ঠা
১০ জুন ১৯১৬
 স্বীকৃতি লাভ
১০ আগস্ট ১৯২০
 নজদ কর্তৃক বিজিত
১৯ ডিসেম্বর ১৯২৫
 ইবনে সৌদ হেজাজের বাদশাহ হিসেবে অধিষ্ঠিত
৮ জানুয়ারি ১৯২৬
জনসংখ্যা
 ১৯২০
৮৫০০০০
পূর্বসূরী
উত্তরসূরী
হেজাজ ভিলায়েত
নজদ ও হেজাজ রাজতন্ত্র
ট্রান্সজর্ডান আমিরাত

হেজাজ অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামো ছিল, বিশেষ করে হেজাজ রেলওয়ে। এটি তুর্কিদের রসদ সরবরাহে ব্যবহৃত হত বলে এখানে অভিযান পরিচালনা করা হয়।

১৯২৫ সালে রাজ্যটি প্রতিবেশী নজদ সালতানাত কর্তৃক বিলুপ্ত হয়। একে নজদ ও হেজাজ রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়া হয়। ১৯৩২ সালে একে সৌদি আরব বলে নামকরণ করা হয়। [1][2]

হেজাজের বাদশাহ

তথ্যসূত্র

  1. Madawi Al-Rasheed. A History of Saudi Arabia. Cambridge, England, UK: Cambridge University Press, 2002.
  2. A Brief overview of Hejaz - Hejaz history

আরো দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.