হেই বেবি

হেই বেবি (ইংরেজি: Heyy Babyy)[1] এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড কমেডি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সাজিদ খান। ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, ফারদীন খান, রিতেশ দেশমুখ, বোমান ইরানিঅনুপম খের। ছবিটি মূলত ১৯৯০ সালের মালয়ালম ভাষা'র চলচ্চিত্র থূভালস্পার্ষম-এর পুনর্নিমাণ।[2][3]

হেই বেবি
হেই বেবি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসাজিদ খান
প্রযোজকসাজিদ নাদিয়াদবালা
রচয়িতাসাজিদ খান
মিলাপ জাভেরী
শ্রেষ্ঠাংশেঅক্ষয় কুমার
বিদ্যা বালান
ফারদীন খান
রিতেশ দেশমুখ
বোমান ঈরানী
অনুপম খের
সুরকারসংকর-এহসান-লয়
চিত্রগ্রাহকহিম্মান ধামিজা
সম্পাদকরামেশ্বর এস. ভাগত
প্রযোজনা
কোম্পানি
নাদিয়াদবালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট
পরিবেশকইরোস ইন্টারন্যাশনাল
মুক্তি২৪ আগস্ট, ২০০৭
দৈর্ঘ্য১৪৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৩১ কোটি টাকা

শ্রেষ্ঠাংশে

  • অক্ষয় কুমার - আরুষ মেহরা
  • ফারদীন খান - আলী হায়দার
  • রিতেশ দেশমুখ - তন্ময়
  • বিদ্যা বালান - ইশা সাহনী
  • বোমান ঈরানী - ভারত সাহনী
  • আর্তি ছাব্রিয়া - আলী'র পূর্বের-বান্ধবী
  • অনুপম খের - মালহোত্রা
  • শাহরুখ খান - রাজ মালহোত্রা (বিশেষ উপস্থিতি)
  • পয়াল রহাত্গী - (বিশেষ উপস্থিতি)
  • সিন্ধুর গদ্দে - দেবিকা
  • মুস্কান মেহানি - ইশা'র বন্ধু যারা বিবাহ করতে যাচ্ছে
  • চিরাগ ভহ্রা - অর্জুন
  • সেরিন - অর্জুন'র নববধূ
  • অনুপম শর্মা - ডাক্তার
  • জেনিফার মায়ানী - সুপারমার্কেট গার্ল

সংগীত

তথ্যসূত্র

  1. Heyy Babyy first Bollywood film in Blu Ray format
  2. "বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের জিরো থেকে হিরো হওয়ার গল্প!!!!"Tarokaloy (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-১৯। ২০১৯-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৩
  3. "Here's how Heyy Babyy's 'Angel' looks like now! - Bollywood's cutest child actors"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.