হুয়ান পাদ্রোস

হুয়ান পাদ্রোস রুবিও (জন্ম:১ ডিসেম্বর ১৮৬৯,বার্সেলোনা) ছিলেন রিয়াল মাদ্রিদের দ্বিতীয় আনুষ্ঠানিকভাবে স্বীকৃত সভাপতি। রিয়াল মাদ্রিদের তৈরি হওয়ার প্রায় ২ বছর পর তিনি ১৯০৬ সালের ৬ মার্চ সভাপতি পদ গ্রহণ করেন।[1] তিনি ১৯০৪ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে রয়েছেন, তারপর তার ভাই কার্লোস পাদ্রোস তার জায়গা নেন। তাদের মধ্যে উভয়ই কাতালান ব্যবসায়ী যারা মাদ্রিদে চলে এসেছিলেন।

হুয়ান পাদ্রোস
১৯০২-এ হুয়ান পাদ্রোস
রিয়াল মাদ্রিদের ২য় সভাপতি
কাজের মেয়াদ
৬ মার্চ ১৯০২  জানুয়ারি ১৯০৪
পূর্বসূরীহুলিয়ান পালাসিওস
উত্তরসূরীকার্লোস পাদ্রোস
ব্যক্তিগত বিবরণ
জন্মহুয়ান পাদ্রোস রুবিও
(১৮৬৯-১২-০১)১ ডিসেম্বর ১৮৬৯
বার্সেলোনা, স্পেন রাজ্য
মৃত্যু১১ মে ১৯৩২(1932-05-11) (বয়স ৬২)
এরিনাস দে স্যান পেদ্রো, স্পেনীয় প্রজাতন্ত্র
পেশাব্যবসায়ী

তথ্যসূত্র

  1. Juan Padros ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ এপ্রিল ২০১০ তারিখে Real Madrid C.F. Retrieved 12 February 2010.
অন্যান্য অফিস
পূর্বসূরী
হুলিয়ান পালাকিওস
রিয়াল মাদ্রিদের সভাপতি
১৯০২১৯০৪
উত্তরসূরী
কার্লোস পাদ্রোস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.