হুয়ান পাদ্রোস
হুয়ান পাদ্রোস রুবিও (জন্ম:১ ডিসেম্বর ১৮৬৯,বার্সেলোনা) ছিলেন রিয়াল মাদ্রিদের দ্বিতীয় আনুষ্ঠানিকভাবে স্বীকৃত সভাপতি। রিয়াল মাদ্রিদের তৈরি হওয়ার প্রায় ২ বছর পর তিনি ১৯০৬ সালের ৬ মার্চ সভাপতি পদ গ্রহণ করেন।[1] তিনি ১৯০৪ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে রয়েছেন, তারপর তার ভাই কার্লোস পাদ্রোস তার জায়গা নেন। তাদের মধ্যে উভয়ই কাতালান ব্যবসায়ী যারা মাদ্রিদে চলে এসেছিলেন।
হুয়ান পাদ্রোস | |
---|---|
রিয়াল মাদ্রিদের ২য় সভাপতি | |
কাজের মেয়াদ ৬ মার্চ ১৯০২ – জানুয়ারি ১৯০৪ | |
পূর্বসূরী | হুলিয়ান পালাসিওস |
উত্তরসূরী | কার্লোস পাদ্রোস |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | হুয়ান পাদ্রোস রুবিও ১ ডিসেম্বর ১৮৬৯ বার্সেলোনা, স্পেন রাজ্য |
মৃত্যু | ১১ মে ১৯৩২ ৬২) এরিনাস দে স্যান পেদ্রো, স্পেনীয় প্রজাতন্ত্র | (বয়স
পেশা | ব্যবসায়ী |
তথ্যসূত্র
- Juan Padros ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ এপ্রিল ২০১০ তারিখে Real Madrid C.F. Retrieved 12 February 2010.
অন্যান্য অফিস | ||
---|---|---|
পূর্বসূরী হুলিয়ান পালাকিওস |
রিয়াল মাদ্রিদের সভাপতি ১৯০২–১৯০৪ |
উত্তরসূরী কার্লোস পাদ্রোস |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.