হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো

হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো বেয়ো (স্পেনীয়: Juan Guillermo Cuadrado Bello, স্থানীয়ভাবে: [ˈhwaŋ ɡiˈʝermo kwaˈðɾaðo]; জন্ম ২৬ মে ১৯৮৮), সচরাচর কুয়াদ্রাদো নামে পরিচিত, একজন কলম্বিয়ান ফুটবলার যিনি ইতালীয় ক্লাব এসিএফ ফিওরেন্তিনা এবং কলম্বিয়া জাতীয় দলের হয়ে খেলেন।

হুয়ান কুয়াদ্রাদো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো বেয়ো
জন্ম (1988-05-26) ২৬ মে ১৯৮৮
জন্ম স্থান নেকক্লি, কলম্বিয়া
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান দল
এসিএফ ফিওরেন্তিনা
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
আতলেতিকো উরাবা
ইন্দেপেন্দিয়েন্তে মেদেয়িন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০০৯ ইন্দেপেন্দিয়েন্তে মেদেয়িন ৩০ (২)
২০০৯–২০১২ উদিনেসে ২০ (০)
২০১১–২০১২লেচ্চে (ধার) ৩৩ (৩)
২০১২– ফিওরেন্তিনা ৬৮ (১৬)
জাতীয় দল
২০১০– কলম্বিয়া ৩১ (৫)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ জুন ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

দুর্দান্ত গতি এবং ড্রিবলিং দক্ষতার কারণে তিনি ক্লাব এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে পড়েছেন। এছাড়া তিনি নিজেকে বিশ্বের অন্যতম ক্ষিপ্র খেলোয়াড় হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।[1][2]

গোল উৎযাপনের সময় বিভিন্ন ধরনের নাচের জন্যও কুয়াদ্রাদো বিখ্যাত।[3]

তথ্যসূত্র

  1. Jiang, Allan (২৫ জুলাই ২০১৩)। "Is Josip Ilicic Serie A's Next Big Superstar?"। ব্লিচার রিপোর্ট। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪
  2. Horncastle, James (২৯ আগস্ট ২০১৩)। "Player Focus: Juan Cuadrado - The €50m Man?"। WhoScored। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪
  3. https://www.youtube.com/watch?v=n9JvVlN49Qs#t=16
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.