হুমবোল্ট বিশ্ববিদ্যালয়, বার্লিন
বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয় বা হামবোল্ড বিশ্ববিদ্যালয় (জার্মান: Humboldt-Universität zu Berlin; উচ্চারণ - হুমবোল্ট উনিফেরজিটেট ৎসু বের্লিন) বার্লিনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম। এটি ১৮১১ সালের ১৫ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
Humboldt-Universität zu Berlin | |||||||||||||||||
নীতিবাক্য | Universitas litterarum (লাতিন; অর্থ - বিজ্ঞানের সত্ত্বা) | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ধরন | পাবলিক | ||||||||||||||||
স্থাপিত | ১৫ অক্টোবর ১৮১১ | ||||||||||||||||
বাজেট | €৪২৪ মিলিয়ন (চারিতে ছাড়া)[1] | ||||||||||||||||
সভাপতি | সাবিন কুনষ্ট | ||||||||||||||||
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২,৪৪১[2] | ||||||||||||||||
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩,৩৩০[2] | ||||||||||||||||
শিক্ষার্থী | ৩২,৯৯৬[1] | ||||||||||||||||
স্নাতক | ১৮,৭১২[3] | ||||||||||||||||
স্নাতকোত্তর | ১০,৮৮১[3] | ||||||||||||||||
২,৯৫১[3] | |||||||||||||||||
অবস্থান | , | ||||||||||||||||
শিক্ষাঙ্গন | Urban and Suburban | ||||||||||||||||
নোবেল বিজয়ী | ৪০[4] | ||||||||||||||||
পোশাকের রঙ | নীল ও সাদা | ||||||||||||||||
সংক্ষিপ্ত নাম | এইচইউ বার্লিন | ||||||||||||||||
অধিভুক্তি | German Universities Excellence Initiative UNICA U15 Atomium Culture EUA | ||||||||||||||||
ওয়েবসাইট | www.hu-berlin.de | ||||||||||||||||
গঠন
বিশ্ববিদ্যালয়টি ৯টি অনুষদে বিভক্ত:[5]
- আইন বিভাগ
- গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদ (ভূগোল, কম্পিউটার বিজ্ঞান, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা)
- জীবন বিজ্ঞান অনুষদ (কৃষি ও উদ্যান, জীববিদ্যা, মনোবিজ্ঞান)
- চারিতে - বার্লিন বিশ্ববিদ্যালয় মেডিসিন
- দর্শনশাস্ত্রের অনুষদ (দর্শনশাস্ত্র, ইতিহাস, ইউরোপীয় ইথনোলজি, লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞান বিভাগ)
- দর্শনশাস্ত্রের অনুষদ (সাহিত্য, ভাষাতত্ত্ব, স্ক্যান্ডিনেভিয়ান শিক্ষা, রোম্যান্স সাহিত্য, ইংরেজি এবং মার্কিন শিক্ষা, স্ল্যাভিক শিক্ষা, ক্লাসিক্যাল ফিল্যাবিলিটি)
- মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (সমাজবিজ্ঞান, সাংস্কৃতিক শিক্ষা/শিল্পকলা, এশীয়/ আফ্রিকান গবেষণা (পুরাতত্ত্ব), ক্রীড়া বিজ্ঞান, পুনর্বাসন শিক্ষা, শিক্ষা, শিক্ষার গুণগত মান)
- ধর্মতত্ত্ব অনুষদ
- অর্থনীতি ও ব্যবসা প্রশাসন অনুষদ
এছাড়া, দুটি স্বাধীন প্রতিষ্ঠান আছে (Zentralinstitute) যেগুলি বিশ্ববিদ্যালয়ের অংশ:
- ব্রিটিশ শিক্ষার জন্য কেন্দ্র (জার্মান: গ্রসবিট্রিনেঞ্জেনেন্ট্রাম)
- হ্যাম্বট্ট-উদ্ভাবন
- প্রাকৃতিক ইতিহাসের যাদুঘর
বিখ্যাত শিক্ষার্থী ও শিক্ষক
নোবেল পুরস্কার বিজয়ী
- ১৯০১ ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ (রসায়ন)
- ১৯০১ এমিল ফন বেরিং (চিকিৎসাবিজ্ঞান)
- ১৯০২ হেরমান এমিল ফিশার (রসায়ন)
- ১৯০২ টেওডোর মম্জেন (সাহিত্য)
- ১৯০৫ আডলফ ফন বাইয়ার (রসায়ন)
- ১৯০৫ রোবের্ট কখ (চিকিৎসাবিজ্ঞান)
- ১৯০৭ আলবার্ট আব্রাহাম মাইকেলসন (পদার্থবিজ্ঞান)
- ১৯০৭ এডুয়ার্ড বুখনার (রসায়ন)
- ১৯০৮ পাউল এরলিখ (চিকিৎসাবিজ্ঞান)
- ১৯০৯ কার্ল ফের্ডিনান্ড ব্রাউন (পদার্থবিজ্ঞান)
- ১৯১০ ওটো ওয়ালাখ (রসায়ন)
- ১৯১০ আলব্রেখট কসেল (চিকিৎসাবিজ্ঞান)
- ১৯১০ পাউল হাইসে (সাহিত্য)
- ১৯১১ ভিলহেল্ম ভিন (পদার্থবিজ্ঞান)
- ১৯১৪ মাক্স ফন লাউয়ে (পদার্থবিজ্ঞান)
- ১৯১৫ রিশার্ড ভিলষ্টেটার (রসায়ন)
- ১৯১৮ ফ্রিৎস হাবার (রসায়ন)
- ১৯১৮ মাক্স প্লাংক (পদার্থবিজ্ঞান)
- ১৯২০ ভালটার নের্ন্স্ট (রসায়ন)
- ১৯২১ আলবার্ট আইনস্টাইন (পদার্থবিজ্ঞান)
- ১৯২৫ গুস্টাফ লুটভিগ হের্ৎস (পদার্থবিজ্ঞান)
- ১৯২৫ জেমস ফ্রাংক (পদার্থবিজ্ঞান)
- ১৯২৫ রিখার্ড আডলফ সিগমোন্ডি (রসায়ন)
- ১৯২৮ এডলফ অটো রিনহোল্ড উইনদস (রসায়ন)
- ১৯২৯ হান্স ফন অয়লার-শেলপিন (রসায়ন)
- ১৯৩১ অট্টো ওয়ারবুর্গ (চিকিৎসাবিজ্ঞান)
- ১৯৩২ ভের্নার কার্ল হাইজেনবের্গ (পদার্থবিজ্ঞান)
- ১৯৩৩ এরভিন শ্রোডিঙার (পদার্থবিজ্ঞান)
- ১৯৩৫ হান্স স্পেমান (চিকিৎসাবিজ্ঞান)
- ১৯৩৬ পিটার ডিবাই (রসায়ন)
- ১৯৩৯ আডলফ বুটেনান্ট (রসায়ন)
- ১৯৪৪ অটো হান (রসায়ন)
- ১৯৫০ কুর্ট আলডার (রসায়ন)
- ১৯৫০ অটো ডিল্স (রসায়ন)
- ১৯৫৩ ফ্রিৎস আলবের্ট লিপমান (চিকিৎসাবিজ্ঞান)
- ১৯৫৩ হ্যান্স অ্যাডলফ ক্রেবস (চিকিৎসাবিজ্ঞান)
- ১৯৫৪ মাক্স বর্ন (পদার্থবিজ্ঞান)
- ১৯৫৬ ওয়াল্টার বোটে (পদার্থবিজ্ঞান)
- ১৯৯১ বের্ট জাকমান (চিকিৎসাবিজ্ঞান)
- ২০০৭ গেরহার্ড এর্টল (রসায়ন)
তথ্যসূত্র
- "Facts and Figures — Humboldt-Universität zu Berlin"। Hu-berlin.de। ১১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৫।
- "Facts and Figures — Humboldt-Universität zu Berlin"। Hu-berlin.de। ৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৫।
- "Archived copy"। ২০১৩-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০২।
- "Nobelpreisträger — Humboldt-Universität zu Berlin"। Hu-berlin.de (জার্মান ভাষায়)। ২০১৫-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২৮।
- "Faculties and Departments"। Humboldt-Universität zu Berlin। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.