হুইটনী হাস্টন
হুইটনী এলিজাবেথ হাস্টন (আগস্ট ৯, ১৯৭৩ – ফেব্রুবারী ১১, ২০১২) যুক্তরাষ্ট্রএর একজন প্রতিভাসম্পন্ন কণ্ঠশিল্পী, মঞ্চশিল্পী, প্রযোজক ও ছিলেন। ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডর মতে তিনি বিশ্বের সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া নারী[3]। ২০১০ সাল পর্য্যন্ত তার জীবন জুড়ে ৪১৫ সংখ্যক পুরস্কারসমূহের মধ্যে ২ টা এমী অ্যাওয়ার্ড, ৬টা গ্র্যামি অ্যাওয়ার্ড, ৩০ টা বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ও ২২ টা আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড মুখ্য। এর উপরে হাস্টন বিশ্বের অভিলেখসংখ্যক পরিমানে বিক্রী হওয়া বিভিন্ন শ্রাব্য-দৃশ্য মাধ্যমের প্রকাশকারী সংগীতজ্ঞ[4][5]। তার সময়ের প্রসিদ্ধ সোল গায়ক সংগীতজ্ঞ সকলের, বিশেষত মাক সিসি হাস্টন, সম্বন্ধীয় ডায়ন বারবিক ও ডী ডী বারবিকি, ও গডমাডার এরিথা ফ্রেঙ্কলিনর থেকে অনুপ্রাণিত হয়ে হাস্টন ১১ বছর বয়সেই তার নিউ জার্সী গীর্জার জুনিয়র গস্পেল choir গেয়ে সংগীত জীবনের সূচনা করেন[6]। পরে মাকর সঙ্গে নিউ ইয়র্কএর শহর এলাকার নৈশ ক্লাবে গান গেয়ে থাকায় তার এরিষ্টা রেকর্ডর লেবেল-হেড ক্লাইভ ডেভিসর সঙ্গে পড়ে । হাস্টন সাতটি ষ্টুডিয়ো এলবাম ও তিনটি সাউণ্ডট্রেক এলবাম প্রকাশ করেন; ডায়মণ্ড, মালটি প্লেটিনাম, প্লেটিনাম বা গোল্ড সার্টিফিকেস্যন জুবিলী পালন করেন।
হুইটনী হাস্টন | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | হুইটনী এলিজাবেথ হাস্টন Whitney Elizabeth Houston |
জন্ম | নিউয়ার্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র | ৯ আগস্ট ১৯৬৩
মৃত্যু | ফেব্রুয়ারি ১১, ২০১২ ৪৮) বেভার্লী হিল্স, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র | (বয়স
ধরন | পপ্, সউল, আর এণ্ড বি, ডান্স, গস্পেল |
পেশা | গায়িকা, অভিনেত্রী, মডেল, চলচ্চিত্র পরিচালক,[1] রেকর্ড প্রযোজক,[2] গীতিকার |
বাদ্যযন্ত্র | ভকেল্, পিয়ানো |
কার্যকাল | ১৯৭৭-২০১২ |
লেবেল | এরিষ্টা, আর সি এ' |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
২০১২ সালের ১১ ফেব্রুবারী তারিখে ক্যালিফোর্ণিয়ার বীভার্লি হিলের বীভার্লি হিল্টন হোটেলে কোনো অজ্ঞাত কারণবশতঃ হাস্টনের মৃত্যু হয় [7] ।
তথ্যসূত্র
- "Whitney Houston"। Filmbug। জানুয়ারি ১, ২০০০। ফেব্রুয়ারি ২২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২, ২০১২।
- "WHITNEY – The Producer"। Whitney-Info.Com। ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২, ২০১২।
- "Whitney Houston biography"। whitneyhouston.com। আগস্ট ১৯, ২০০৯। ১১ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২২, ২০১০।
- Dobuzinskis, Alex (সেপ্টেম্বর ১৫, ২০০৯)। "Whitney Houston, as of 2009, said she was "drug-free""। Reuters। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১০।
- "Whitney Houston Biography"। whitneyhouston.com। ১৯ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১২, ২০১০।
- "Whitney Houston Sings Her Way to Stardom with Hit Album, Road Tour"। Jet। Johnson Publishing Company। 68 (24): 59। আগস্ট ২৬, ১৯৮৫। আইএসএসএন 0021-5996। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৭, ২০১১।
- "Whitney Houston, 48, found dead in Beverly Hills"। Los Angeles Times। ফেব্রুয়ারি ১১, ২০১২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০১২।
আরও জানুন
- Whitney Houston (মার্চ ১৯৯৯)। My love is your love: piano, vocal, chords। Alfred Publishing Co., Inc.। আইএসবিএন 978-0-7692-7734-9।
- Kevin Ammons (এপ্রিল ১৯৯৮)। Good Girl, Bad Girl: An Insider's Biography of Whitney Houston। Carol Pub Group। আইএসবিএন 978-0-8065-8012-8।
- Jeffery Bowman (ফেব্রুয়ারি ১৯৯৫)। Diva: the totally unauthorized biography of Whitney Houston। Harper। আইএসবিএন 978-0-06-100853-5।
- Ted Cox (জানুয়ারি ১৯৯৮)। Whitney Houston (Black Americans of Achievement)। Chelsea House Publishers। আইএসবিএন 978-0-7910-4456-8।
- Craig Halstead (সেপ্টেম্বর ২০১০)। Whitney Houston: For the Record। Authors OnLine, Limited। আইএসবিএন 978-0-7552-1278-1।
- James Robert Parish (সেপ্টেম্বর ২০০৩)। Whitney Houston: The Unauthorized Biography। Aurum Press। আইএসবিএন 978-1-85410-921-7।
- James Robert Parish (এপ্রিল ২০১০)। Whitney Houston: Return of the Diva। John Blake। আইএসবিএন 978-1-84454-919-1।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- দ্য সান ডে ইণ্ডিয়ানে প্রকাশিত হুইটনী হাস্টনের মৃত্যু সংবাদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ নভেম্বর ২০২১ তারিখে
- রোলিং স্টোনে হুইটনী হাস্টন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হুইটনী হাস্টন (ইংরেজি)
- "হুইটনী হাস্টন সংগৃহীত খবর এবং ভাষ্য"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)।
- হুইটনী হাস্টন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সংবাদ ও ধারাভাষ্যের সংগ্রহশালা।
- হুইটনী হাস্টন দ্যা গার্ডিয়ান-এর সংবাদ ও ধারাভাষ্যের সংগ্রহশালা।
- হুইটনী হাস্টন-এর সৃষ্টিকর্ম - উম্মুক্ত গ্রন্থাগারে
- হুইটনী হাস্টন -তে এমটিভি