হিমাচল প্রদেশের জেলাসমূহের তালিকা
ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের প্রতিটি জেলা ঐ রাজ্যের ভৌগোলিক ও প্রশাসনিক একক৷ প্রতিটি জেলা একজন নির্দিষ্ট ও নির্বাচিত ভারতীয় ডেপুটি কমিশনার বা ভারতীয় প্রশাসনিক সেবা-এর অধীনস্থ জেলাধিকারিক এর তত্ত্বাবধানে চালিত হয়৷ মাননীয় জেলাধিকারিক বা ডেপুটি কমিশনার একাধিক অধস্তন সরকারী পদকপ্রাপ্ত কর্মকর্তা(অফিসার), যারা হিমাচল প্রশাসনিক সেবা বা হিমাচল রাজ্যস্তরের অনুমোদনপ্রাপ্ত, তাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হন৷
একজন নির্বাচিত জেলা বিচারক ঐ জেলার বিচারব্যবস্থার প্রধান হিসাবে নিযুক্ত হন, যিনি রাজ্যের মুল বিচার ব্যাবস্থার সাথে জেলার যোগসাধন করেন৷
ভারতীয় পুলিশ জনসেবা বিভাগের অধীনস্থ একজন ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট ঐ নির্দিষ্ট জেলার আইন ও আইন সংক্রান্ত দিকগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন৷ তিনি অধস্তন হিমাচল প্রদেশ পুলিশ সেবার কর্মকর্তাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হন৷
প্রতি জেলাতে ভারতীয় বনবিভাগের অধীনস্থ একজন ডেপুটি বনাঞ্চল সংরক্ষণ আধিকারিক নিযুক্ত থাকেন, যিনি ঐ জেলার বনাঞ্চল, পরিবেশ সংক্রান্ত ও বন্যপ্রাণ সংরক্ষণের দায়িত্বে থাকেন৷ তিনি হিমাচল প্রদেশ বনবিভাগের অধস্তন ও অন্যান্য বনাঞ্চল ও বন্যপ্রাণ সংরক্ষণের কর্মকর্তাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হন৷
এছাড়া পুর্ত, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রাণীজ সম্পদ রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিভাগের উন্নতিসাধন ও যোগস্থাপনের জন্য জেলাভিত্তিক আলাদা আলাদা কর্মকর্তা ও ডেপুটি আধিকারিককে নিযুক্ত করা হয়৷
বিভাগ
বিভাগ | জেলাসমূহ[1] |
---|---|
কাংড়া | চাম্বা, কাংড়া, উনা |
মণ্ডী | বিলাসপুর, হামিরপুর, কুলু, লাহুল এবং স্পিতি, মণ্ডী |
শিমলা | কিন্নর, শিমলা, সিরমৌর, সোলান |
জেলাগুলির তালিকা
তথ্যসূত্র
- "State of Himachal Pradesh At a Glance" (পিডিএফ)। Department of Land Records, Government of Himachal Pradesh। ৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৬।
- "Uttarakhand - districts of India: Know India"। National Portal of India। ২০০৯-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৪।