হিমছড়ি
হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল। কক্সবাজার থেকে এটি ১২ কিলোমিটার দূরে অবস্থিত।[1] হিমছড়ির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময়ই ঝরণায় পানি থাকে না বা শুষ্ক থাকে। তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি, পর্যটকদের অনন্য এক আকর্ষণ।
চিত্রশালা
- হিমছড়ি: আকাশ, সাগর, পাহাড়ের অপূর্ব বন্ধন
- হিমছড়ির জলপ্রপাত
- হিমছড়ির উপকূলে সাম্পানের বিশ্রাম
- হিমছড়ি সমুদ্র সৈকত
- পর্যটকদের বিশ্রামাস্থান
- হিমছড়ির উপকূল
- হিমছড়ি জলপ্রপাত, কক্সবাজার
তথ্যসূত্র
- হিমছড়ি ও ইনানী সৈকত অপার সৌন্দর্যের বেলাভূমি, আরিফুল ইসলাম রয়েল -দৈনিক আজাদী
বহিঃসংযোগ
উইকিভ্রমণে হিমছড়ি সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.