হিঙ্গুলী ইউনিয়ন

হিঙ্গুলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

হিঙ্গুলী
ইউনিয়ন
২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ
প্রাতিষ্ঠানিক লোগো
হিঙ্গুলী
হিঙ্গুলী
বাংলাদেশে হিঙ্গুলী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৩′৪৯″ উত্তর ৯১°৩১′৪৭″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা 
সরকার
  চেয়ারম্যানসোনা মিয়া (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট১৮.৪৬ বর্গকিমি (৭.১৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৯,১৩৩
  জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫২.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

হিঙ্গুলী ইউনিয়নের আয়তন ৪,৫৬২ একর (১৮.৪৬ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হিঙ্গুলী ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,১৩৩ জন। এর মধ্যে পুরুষ ১৩,৮২৭ জন এবং মহিলা ১৫,৩০৬ জন। মোট পরিবার ৫,৮৮৯টি।[1]

অবস্থান ও সীমানা

মীরসরাই উপজেলার উত্তরাংশে হিঙ্গুলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ধুম ইউনিয়ন, দক্ষিণে বারৈয়ারহাট পৌরসভা, পূর্বে করেরহাট ইউনিয়ন এবং উত্তরে করেরহাট ইউনিয়ন, ফেনী নদীফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

হিঙ্গুলী ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[2]

ক্রম নং ওয়ার্ড নং গ্রামের নাম
০১ ১নং ওয়ার্ড উত্তর আজমনগর
০২ ২নং ওয়ার্ড দক্ষিণ আজমনগর
০৩ ৩নং ওয়ার্ড পশ্চিম হিঙ্গুলী
০৪ ৪নং ওয়ার্ড উত্তর জামালপুর
০৫ ৫নং ওয়ার্ড দক্ষিণ জামালপুর
০৬ ৬নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী (মেহেদীনগর)
০৭ ৭নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী
০৮ ৮নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী
০৯ ৯নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী (সুফলা ইসলামপুর, মোহাম্মদপুর)

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হিঙ্গুলী ইউনিয়নে সাক্ষরতার হার ৫২.৭%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়[3]
মাদ্রাসা
  • হিঙ্গুলী কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা
কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান[4]
  • আইটি সেন্টার এন্ড হিঙ্গুলী তথ্য ও সেবা কেন্দ্র (কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার)
প্রাথমিক বিদ্যালয়
  • ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গণকছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জামালপুর জিন্নত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব আজমনগর দৌলতবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেহেদীনগর এরশাদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হিঙ্গুলী মান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

হিঙ্গুলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (ঢাকা ট্রাঙ্ক রোড)। এছাড়া রয়েছে বারৈয়ারহাট-ছাগলনাইয়া সড়ক এবং হিঙ্গুলী-ধুম সড়ক। এসব সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে, তবে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

হিঙ্গুলী ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে ফেনী নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হিঙ্গুলী গাঙ, লক্ষী ছড়া খাল ও নন্দী গ্রাম খাল।[5]

দর্শনীয় স্থান

হিঙ্গুলী ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[6]

  • বারৈয়ারহাট কলেজ

কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এ কলেজে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এটিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ-দ্বাদশ শ্রেণীসহ ডিগ্রী (বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি) পর্যায়ে

  • ইসলামপুর সুইচ গেট

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান সোনা মিয়া
চেয়ারম্যানগণের তালিকা[7]
ক্রম নং.চেয়ারম্যানের নামসময়কাল
০১সৈয়দ আমিন উদ্দিন১৯৩৭-১৯৬৫
০২তাহের আহমদ১৯৬৫-১৯৮৪
০৩জালাল উদ্দিন১৯৮৭-১৯৮৯
০৪মিজানুর রহমান ভূঁইয়া১৯৮৯-১৯৯২
০৫জালাল উদ্দিন১৯৯২-১৯৯৮
০৬মিজানুর রহমান ভূঁইয়া১৯৯৮-২০০৩
০৭নুরুল আফছার মিয়াজী২০০৩-২০১১
০৮মোহাম্মদ ইফতেখার উদ্দীন ভূঁইয়া পিন্টু২০১১-২০১৬
০৯নাছির উদ্দীন হারুন২০১৬-২০২১

| ১০ || সোনা মিয়া স‌ওদাগর || ২০২১ - বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০
  2. "এক নজরে ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  3. "মাধ্যমিকবিদ্যালয় - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  4. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd
  5. "খাল ওনদী - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  6. "দর্শনীয়স্থান - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  7. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.