হিউ গ্রিফিথ

হিউ এমরিস গ্রিফিথ (৩০ মে ১৯১২ - ১৪ মে ১৯৮০) একজন ওয়েলসীয় চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ছিলেন।[1] তিনি বেন-হার (১৯৫৯) চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য সর্বাধিক প্রসিদ্ধ, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি টম জোন্স (১৯৬৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন এবং অলিভার! (১৯৬৮) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল এক্সোডোস (১৯৬০), মিউটিনি অন দ্য বাউন্টি (১৯৬২), ও দ্য ফিক্সার (১৯৬৮)।

হিউ গ্রিফিথ
Hugh Griffith
১৯৬০ সালে হিউ গ্রিফিথ
জন্ম
হিউ এমরিস গ্রিফিথ

(১৯১২-০৫-৩০)৩০ মে ১৯১২
মারিয়ান-গ্লাস, অ্যাঙ্গলসি, ওয়েলস
মৃত্যু১৪ মে ১৯৮০(1980-05-14) (বয়স ৬৭)
সমাধিগোল্ডার্স গ্রিন ক্রিমেটোরিয়াম
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৩৯-১৯৮০
দাম্পত্য সঙ্গী(অ্যাডেলগুন্ডে) মার্গারেট বিয়াত্রিচ ভন ডেচেন্ড (বি. ১৯৪৭–১৯৮০)
আত্মীয়এলেন রজার জোন্স (বোন)

প্রারম্ভিক জীবন

গ্রিফিথ ১৯১২ সালের ৩০শে মে ওয়েলসের অ্যাঙ্গলসির মারিয়ান-গ্লাসে জন্মগ্রহণ করেন। তিনি ম্যারি ও উইলিয়াম গ্রিফিথের সর্বকনিষ্ঠ পুত্র।[2] তিনি লেঙ্গফনি কাউন্টি স্কুলে পড়াশোনা করেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে অকৃতকার্য হন। এরপর তিনি ব্যাংকিংয়ে কর্মজীবন শুরুর লক্ষ্যে ব্যাংকের কেরানি হিসেবে যোগদান করেন। সেখান থেকে তিনি লন্ডনে স্থানান্তরিত হন, যেখানে তিনি অভিনয়ের সুযোগ পান।[3]

রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে ভর্তির কিছুদিনের মধ্যেই তিনি অভিনয়ের পরিকল্পনা বাদ দিয়ে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি রয়্যাল ওয়েলচ ফুসিলিয়ের্সের সাথে ছয় বছর ভারত ও বার্মায় কর্মরত ছিলেন।[3] ১৯৪৬ সাল থেকে তিনি পুনরায় তার অভিনয় জীবন শুরু করেন।

কর্মজীবন

গ্রিফিথ ১৯৪০-এর দশকের শেষভাগে ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু করেন এবং ১৯৫০-এর দশকে হলিউডেও কাজ করেন। তিনি বেন-হার (১৯৫৯) চলচ্চিত্রে শেখ ইলদেরিম চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। এরপর তিনি টম জোন্স (১৯৬৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

১৯৬৮ সালে তিনি অলিভার! চলচ্চিত্রে ম্যাজিস্ট্রেট চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার দীর্ঘমেয়াদী মদ্যপানের অভ্যাসের জন্য তার কর্মজীবনের শেষভাগ ক্ষতিগ্রস্থ হয়।[4][5]

মৃত্যু

গ্রিফিথ প্রায় এক বছর অসুস্থ থাকার পর ১৯৮০ সালের ১৪ই মে তার ৬৮তম জন্মদিনের দুই সপ্তাহ পূর্বে লন্ডনের কেনসিংটনে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।[6]

পুরস্কার ও মনোনয়ন

বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৫৯ একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বেন-হার বিজয়ী [7]
ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিজয়ী
১৯৬৩ একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা টম জোন্স মনোনীত [8]
গোল্ডেন গ্লোব পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মনোনীত [9]
বাফটা পুরস্কার শ্রেষ্ঠ প্রধান অভিনেতা মনোনীত [10]
১৯৬৮ গোল্ডেন গ্লোব পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা অলিভার! মনোনীত [11]

তথ্যসূত্র

  1. অবিচুয়ারি ভ্যারাইটি, ২১ মে ১৯৮০।
  2. "Hugh Griffith"BBC Wales Arts। ১২ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩
  3. ডেভিস, জন; জেনকিন্স, নাইজেল; মেনা, বেইন্স; লিঞ্চ, পেরেডুর আই., সম্পাদকগণ (২০০৮)। The Welsh Academy Encyclopaedia of Wales। কার্ডিফ: ইউনিভার্সিটি অব ওয়েলশ প্রেস। পৃষ্ঠা ৩৩৫। আইএসবিএন 978-0-7083-1953-6।
  4. বায়োদ্রভ্‌স্কি, স্টিভ (২০০৪)। "Dr. Phibes Rises Again" (ইংরেজি ভাষায়)। হলিউড গথিক। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১
  5. টার্নার, রবিন (২৯ মার্চ ২০০৯)। "New book tells of Wales' famous boozers"ওয়েস্টার্ন মেইল (ইংরেজি ভাষায়)। ওয়েলস অনলাইন। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১
  6. "Hugh Griffith, Oscar-Winning Actor In 1959 For His Role in 'Ben Hur,' Dies"। দ্য ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। ১৫ মে ১৯৮০। পৃষ্ঠা C4 ProQuest Historical Newspapers-এর মাধ্যমে।
  7. "The 32nd Academy Awards | 1960"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১
  8. "The 36th Academy Awards | 1964"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১
  9. "Winners & Nominees 1964"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১
  10. "Film in 1964 | BAFTA Awards"বাফটাব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১
  11. "Winners & Nominees 1969"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.