হাসিনা (চলচ্চিত্র)

হাসিনা হল বলিউডের একটি ইরোটিক কমেডি-ড্রামা চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন ভিকি রানাওয়াত এবং জিতেন্দ্র বি. ওয়াগাদিয়া ও ভিকি রানাওয়াত যৌথভাবে প্রযোজনা করেছেন এবং সরল রানাওয়াত সহ-প্রযোজনা করেছেন। মূল চিত্রগ্রহণ এবং শুটিং ২০১৭ সালে শুরু হয়।

হাসিনা
হাসিনা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকভিকি রানাওয়াত
প্রযোজকজিতেন্দ্র বি. ওয়াগাদিয়া
ভিকি রানাওয়াত
রচয়িতাঋষি আজাদ
শ্রেষ্ঠাংশেইনায়াত শর্মা
অর্পিত সোনি
মোহিত অরোরা
অঙ্কুর বর্মা
সুরকারশহীদ
চিত্রগ্রাহকগ্যাগারিন
সম্পাদককোকো, বিনায়ক শোলাঙ্কি
পরিবেশকপিআরএফ
মুক্তি
  •  জানুয়ারি ২০১৮ (2018-01-05)
দৈর্ঘ্য১৩৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

চলচ্চিত্রটি ২০১৮ সালের ৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল।[1]

অভিনয়ে

  • হাসিনা চরিত্রে ইনায়াত শর্মা
  • রোহিত চরিত্রে অর্পিত সোনি
  • রাহুল চরিত্রে অঙ্কুর বর্মা
  • রাজন চরিত্রে মোহিত অরোরা

নির্মাণ এবং মুক্তি

চলচ্চিত্রটির নির্মাণকাজ ২০১৭ সালে শুরু হয় এবং ২০১৮ সালের ৫ জানুয়ারী দেশীয় এবং বিদেশী বাজারে চলচ্চিত্রটি মুক্তি পায়।[2]

সাউন্ডট্র্যাক

হাসিনা
শহীদ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
শব্দধারণের সময়২০১৭
ঘরানাসাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৪:২৫
ভাষাহিন্দি
ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."পার্টি শার্টি"সৌরভ, বিপ্লব, দেবরাজ নায়েক৩:১৬
২."লন্ডন ঘোমাদে"শহীদ বাওয়া, তারান্নুম মালিক৩:৫৫
৩."রোকো না"আলী আসলাম, সোম চন্দ৪:১২
৪."খিড়কি"শহীদ বাওয়া, শামিলা খান৩:০২
মোট দৈর্ঘ্য:১৪:২৫

তথ্যসূত্র

  1. "Haseena (2018) - BookMyShow"bookmyshow.com। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৩
  2. "Haseena Movie Review {1.5/5}: Critic Review of Haseena by Times of India"The Times of India

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.