হাসিনা (চলচ্চিত্র)
হাসিনা হল বলিউডের একটি ইরোটিক কমেডি-ড্রামা চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন ভিকি রানাওয়াত এবং জিতেন্দ্র বি. ওয়াগাদিয়া ও ভিকি রানাওয়াত যৌথভাবে প্রযোজনা করেছেন এবং সরল রানাওয়াত সহ-প্রযোজনা করেছেন। মূল চিত্রগ্রহণ এবং শুটিং ২০১৭ সালে শুরু হয়।
হাসিনা | |
---|---|
পরিচালক | ভিকি রানাওয়াত |
প্রযোজক | জিতেন্দ্র বি. ওয়াগাদিয়া ভিকি রানাওয়াত |
রচয়িতা | ঋষি আজাদ |
শ্রেষ্ঠাংশে | ইনায়াত শর্মা অর্পিত সোনি মোহিত অরোরা অঙ্কুর বর্মা |
সুরকার | শহীদ |
চিত্রগ্রাহক | গ্যাগারিন |
সম্পাদক | কোকো, বিনায়ক শোলাঙ্কি |
পরিবেশক | পিআরএফ |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৩৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
চলচ্চিত্রটি ২০১৮ সালের ৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল।[1]
অভিনয়ে
- হাসিনা চরিত্রে ইনায়াত শর্মা
- রোহিত চরিত্রে অর্পিত সোনি
- রাহুল চরিত্রে অঙ্কুর বর্মা
- রাজন চরিত্রে মোহিত অরোরা
নির্মাণ এবং মুক্তি
চলচ্চিত্রটির নির্মাণকাজ ২০১৭ সালে শুরু হয় এবং ২০১৮ সালের ৫ জানুয়ারী দেশীয় এবং বিদেশী বাজারে চলচ্চিত্রটি মুক্তি পায়।[2]
সাউন্ডট্র্যাক
হাসিনা | |
---|---|
শহীদ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
শব্দধারণের সময় | ২০১৭ |
ঘরানা | সাউন্ডট্র্যাক |
দৈর্ঘ্য | ১৪:২৫ |
ভাষা | হিন্দি |
ট্র্যাক তালিকায়ন | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "পার্টি শার্টি" | সৌরভ, বিপ্লব, দেবরাজ নায়েক | ৩:১৬ |
২. | "লন্ডন ঘোমাদে" | শহীদ বাওয়া, তারান্নুম মালিক | ৩:৫৫ |
৩. | "রোকো না" | আলী আসলাম, সোম চন্দ | ৪:১২ |
৪. | "খিড়কি" | শহীদ বাওয়া, শামিলা খান | ৩:০২ |
মোট দৈর্ঘ্য: | ১৪:২৫ |
তথ্যসূত্র
- "Haseena (2018) - BookMyShow"। bookmyshow.com। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৩।
- "Haseena Movie Review {1.5/5}: Critic Review of Haseena by Times of India"। The Times of India।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হাসিনা (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.