হাসান মাসুদ
হাসান মাসুদ একজন বাংলাদেশি অভিনেতা, পরিচালক এবং গায়ক। এছাড়াও তিনি একজন সাবেক সাংবাদিক ও সামরিক কর্মকর্তা।[1]
হাসান মাসুদ | |
---|---|
জন্ম | হাসান মাসুদ ১৬ ডিসেম্বর ১৯৬২ বরিশাল, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | বাংলাদেশ মিলিটারি একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
পেশা | মডেল, অভিনেতা, সাংবাদিক |
কর্মজীবন | ২০০৩-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | ব্যাচেলর (২০০৪) |
আদি নিবাস | বরিশাল, বাংলাদেশ |
প্রাথমিক জীবন ও শিক্ষা
হাসান মাসুদ বরিশালে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ঢাকায়। তিনি বি এ এফ শাহীন স্কুল, ঢাকা থেকে এস এস সি এবং সরকারি তিতুমীর কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। পরে তিনি বাংলাদেশ সামরিক একাডেমিতে (বিএমএ) ক্যাডেট হিসাবে যোগদান করেন। সফলভাবে বিএমএ পাস করার পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন পান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পেয়েছেন। হাসান ছোটবেলা থেকে গান গেয়ে আসছেন এবং তিনি ছায়ানট থেকে নজরুল সঙ্গীত-এর উপর ৫ বছরের একটি কোর্স সম্পন্ন করেন।
কর্মজীবন
হাসান ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্তায় অবসর গ্রহণ করেন। তিনি নিউ নেশন এবং পরবর্তীতে ১৯৯৫ সালে ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি ফেব্রুয়ারি ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বাংলা শাখার অধিবেশনের একজন সংবাদদাতা ছিলেন।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ২০০৩ সালের ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি মেড ইন বাংলাদেশ চলচ্চিত্র এবং অনেক নাটকে অভিনয় করেন। তার অভিনীত টেলিভিশন নাটকগুলির মধ্যে রয়েছে "হাউস ফুল," "ট্যাক্সি ড্রাইভার," "এফডিসি", "বউ", "খুনসুটি", "গ্রাজুয়েট", "রঙের দুনিয়া", "আমাদের সংসার", "গণি সাহেবের শেষ কিছুদিন" এবং "বাতাশের ঘর" ইত্যাদি।
হাসান ব্যাচেলর চলচ্চিত্রের আজকে না হয় ভালোবাসো গানে কণ্ঠ দিয়েছেন। তার প্রথম সঙ্গীত অ্যালবাম হৃদয়ঘটিত ২০০৬ সালে ভালোবাসা দিবসে প্রকাশ পায়।
চলচ্চিত্র
ওয়েব ধারাবাহিক
বছর | শিরোনাম | ওটিটি | চরিত্র | সহ-শিল্পী | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|---|
২০২০ | সি ফর কোচিং | হালিম স্যার | মনিরা মিঠু, প্রত্তয় হিরণ, রায়হান খান, রাশেদ এমরান, আহসান হাবিব নিলয়, তানভীর নিলয়, এস এম সামিউল আলম, অনামিকা ঐশী, সাগর হুদা | মাবরুর রশিদ বান্নাহ |
তথ্যসূত্র
- "Interview with Bangladeshi journalist-turned-actor Hasan Masood - Yahoo News Singapore"। Sg.news.yahoo.com। ২০১৩-০৬-২২। ২০১৩-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১১।