হাসমত
হাসমত (আনু. ১৯৩১ – ১০ নভেম্বর ২০০৩) একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক ছিলেন। তিনি কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।[1][2][3] তিনি হাবা হাসমত নামে পরিচিত ছিলেন।[4][5]
হাসমত Hashmot | |
---|---|
জন্ম | আনু. ১৯৩১ |
মৃত্যু | ১০ নভেম্বর ২০০৩ (বয়স ৭২) |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা, পরিচালক |
জীবনী
হাসমত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[4] তিনি নীল আকাশের নিচে, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, হাবা হাসমত ও নতুন বউ এর মত চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনার সাথেও যুক্ত ছিলেন। হাসমত ২০০৩ সালের ১০ নভেম্বর ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[6]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
তথ্যসূত্র
- "কৌতুক অভিনেতা সংকটে ঢাকাই সিনেমা"। একুশে টেলিভিশন। ৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- "চলচ্চিত্রে এখন আর কৌতুক অভিনেতা দেখা যায় না"। ইনকিলাব। ১৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- "চলচ্চিত্রে চলছে কৌতুক অভিনেতার সংকট"। আমাদের সময়। ১৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- "চলচ্চিত্রের হাসির রাজারা..."। বাংলাদেশ প্রতিদিন। ৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- "Comedy stars through the ages"। The Daily Star। ১৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- "Comedian Hashmat no more"। The Daily Star। ১১ নভেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হাসমত (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.