হাসবা বিল
হাসবা বিল ( উর্দু : حسبا قانون ; জবাবদিহিতা বিল ) ছিল আফগানিস্তান সীমান্তে অবস্থিত পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্যদের প্রস্তাবিত আইন । সেই সময় প্রদেশে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল ছিল মুত্তাহিদা মজলিস-ই-আমাল (এমএমএ), যা ছয়টি ধর্মীয় দলের একটি জোট ছিল যা ইসলামিক ন্যায়বিচার (শরিয়ত) ব্যবস্থাকে সমর্থন করে। ২০০৩ সালে হাসবা বিল (শরিয়া বাস্তবায়ন বিল) একই বিধানসভা দ্বারা অনুমোদিত হয়; যা প্রদেশে শরিয়ত বাধ্যতামূলক করে। হাসবা বিলে শরিয়ত (হিশবাহ) বাস্তবায়নের জন্য সরকারী স্বীকৃতি চাওয়া হয়; সে অনুযায়ী বিলের নাম হাসবা।
হাসবা বিলটি পাকিস্তানের সুপ্রিম কোর্ট অবরুদ্ধ করেছিল। প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরী এটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.