হার্ট অব মিডলোদিয়ান ফুটবল ক্লাব
হার্ট অব মিডলোদিয়ান ফুটবল ক্লাব (সাধারণত হার্ট অব মিডলোদিয়ান এফসি অথবা শুধুমাত্র হার্টস নামে পরিচিত) হচ্ছে এডিনবরা ভিত্তিক একটি স্কটিশ পেশাদার ফুটবল ক্লাব।[3] এই ক্লাবটি বর্তমানে স্কটল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ স্কটিশ চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। হার্ট অব মিডলোদিয়ান এফসি তাদের সকল হোম ম্যাচ এডিনবরার টিনেকাস্টল পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২০,০৯৯।[4] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডানিয়েল স্ট্যান্ডেল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যান বাজেট। স্কটিশ আক্রমণভাগের খেলোয়াড় স্টিভেন নেইস্মিথ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | হার্ট অব মিডলোদিয়ান ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | হার্টস, দ্য জ্যাম টার্টস, এইচএমএফসি, দ্য জাম্বোস | |||
প্রতিষ্ঠিত | ১৮৭৪ | |||
মাঠ | টিনেকাস্টল পার্ক | |||
ধারণক্ষমতা | ২০,০৯৯[1] | |||
সভাপতি | অ্যান বাজেট[2] | |||
ম্যানেজার | ডানিয়েল স্ট্যান্ডেল | |||
লিগ | স্কটিশ চ্যাম্পিয়নশিপ | |||
২০১৯–২০ | ১২তম (অবনমিত) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ঘরোয়া ফুটবলে, হার্ট অব মিডলোদিয়ান এফসি এপর্যন্ত ১৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি স্কটিশ প্রিমিয়ারশিপ, ৮টি স্কটিশ কাপ এবং ৪টি স্কটিশ লীগ কাপ শিরোপা রয়েছে।
অর্জন
ঘরোয়া
- স্কটিশ প্রিমিয়ারশিপ (১৮৯০–বর্তমান):
- চ্যাম্পিয়ন (৪): ১৮৯৪–৯৫, ১৮৯৬–৯৭, ১৯৫৭–৫৮, ১৯৫৯–৬০
- রানার-আপ (১৪): ১৮৯৩–৯৪, ১৮৯৮–৯৯, ১৯০৩–০৪, ১৯০৫–০৬, ১৯১৪–১৫, ১৯৩৭–৩৮, ১৯৫৩–৫৪, ১৯৫৬–৫৭, ১৯৫৮–৫৯, ১৯৬৪–৬৫, ১৯৮৫–৮৬, ১৯৮৭–৮৮, ১৯৯১–৯২, ২০০৫–০৬
- স্কটিশ কাপ (১৮৭৪–বর্তমান):
- চ্যাম্পিয়ন (৮): ১৮৯০–৯১, ১৮৯৫–৯৬, ১৯০০–০১, ১৯০৫–০৬, ১৯৫৫–৫৬, ১৯৯৭–৯৮, ২০০৫–০৬, ২০১১–১২
- রানার-আপ (৭): ১৯০২–০৩, ১৯০৬–০৭, ১৯৬৭–৬৮, ১৯৭৫–৭৬, ১৯৮৫–৮৬, ১৯৯৫–৯৬, ২০১৮–১৯
- স্কটিশ লীগ কাপ (১৯৪৭–বর্তমান):
- চ্যাম্পিয়ন (৪): ১৯৫৪, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬২
- রানার-আপ (৩): ১৯৬১, ১৯৯৬, ২০১২–১৩
তথ্যসূত্র
- McLean, David (২১ জুন ২০১৭)। "Demolition of Tynecastle main stand nears completion"। Edinburgh Evening News। ২৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭।
- "Ann Budge to start at Tynecastle on Monday"। bbc.co.uk/sport। BBC Sport। ৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪।
- Bowie, Andrew-Henry (২০১১)। Two miles to Tynecastle। Clacton on Sea: Apex।
- Inglis 1996, পৃ. 447
গ্রন্থপঞ্জি
- হোগান, অ্যান্ড্রু (১৯৯৫)। হার্টস ইন আর্ট (হার্ডব্যাক)। মেইনস্ট্রিম। আইএসবিএন 1-85158-736-5।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
টেমপ্লেট:হার্ট অব মিডলোদিয়ান ফুটবল ক্লাব টেমপ্লেট:স্কটিশ প্রিমিয়ারশিপ