হার্ট অব মিডলোদিয়ান ফুটবল ক্লাব

হার্ট অব মিডলোদিয়ান ফুটবল ক্লাব (সাধারণত হার্ট অব মিডলোদিয়ান এফসি অথবা শুধুমাত্র হার্টস নামে পরিচিত) হচ্ছে এডিনবরা ভিত্তিক একটি স্কটিশ পেশাদার ফুটবল ক্লাব।[3] এই ক্লাবটি বর্তমানে স্কটল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ স্কটিশ চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। হার্ট অব মিডলোদিয়ান এফসি তাদের সকল হোম ম্যাচ এডিনবরার টিনেকাস্টল পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২০,০৯৯।[4] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডানিয়েল স্ট্যান্ডেল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যান বাজেট। স্কটিশ আক্রমণভাগের খেলোয়াড় স্টিভেন নেইস্মিথ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

হার্ট অব মিডলোদিয়ান
পূর্ণ নামহার্ট অব মিডলোদিয়ান ফুটবল ক্লাব
ডাকনামহার্টস, দ্য জ্যাম টার্টস, এইচএমএফসি, দ্য জাম্বোস
প্রতিষ্ঠিত১৮৭৪ (1874)
মাঠটিনেকাস্টল পার্ক
ধারণক্ষমতা২০,০৯৯[1]
সভাপতি অ্যান বাজেট[2]
ম্যানেজার ডানিয়েল স্ট্যান্ডেল
লিগস্কটিশ চ্যাম্পিয়নশিপ
২০১৯–২০১২তম (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, হার্ট অব মিডলোদিয়ান এফসি এপর্যন্ত ১৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি স্কটিশ প্রিমিয়ারশিপ, ৮টি স্কটিশ কাপ এবং ৪টি স্কটিশ লীগ কাপ শিরোপা রয়েছে।

অর্জন

ঘরোয়া

  • স্কটিশ প্রিমিয়ারশিপ (১৮৯০–বর্তমান):
    • চ্যাম্পিয়ন (৪): ১৮৯৪–৯৫, ১৮৯৬–৯৭, ১৯৫৭–৫৮, ১৯৫৯–৬০
    • রানার-আপ (১৪): ১৮৯৩–৯৪, ১৮৯৮–৯৯, ১৯০৩–০৪, ১৯০৫–০৬, ১৯১৪–১৫, ১৯৩৭–৩৮, ১৯৫৩–৫৪, ১৯৫৬–৫৭, ১৯৫৮–৫৯, ১৯৬৪–৬৫, ১৯৮৫–৮৬, ১৯৮৭–৮৮, ১৯৯১–৯২, ২০০৫–০৬
  • স্কটিশ কাপ (১৮৭৪–বর্তমান):
    • চ্যাম্পিয়ন (৮): ১৮৯০–৯১, ১৮৯৫–৯৬, ১৯০০–০১, ১৯০৫–০৬, ১৯৫৫–৫৬, ১৯৯৭–৯৮, ২০০৫–০৬, ২০১১–১২
    • রানার-আপ (৭): ১৯০২–০৩, ১৯০৬–০৭, ১৯৬৭–৬৮, ১৯৭৫–৭৬, ১৯৮৫–৮৬, ১৯৯৫–৯৬, ২০১৮–১৯
  • স্কটিশ লীগ কাপ (১৯৪৭–বর্তমান):
    • চ্যাম্পিয়ন (৪): ১৯৫৪, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬২
    • রানার-আপ (৩): ১৯৬১, ১৯৯৬, ২০১২–১৩

তথ্যসূত্র

  1. McLean, David (২১ জুন ২০১৭)। "Demolition of Tynecastle main stand nears completion"Edinburgh Evening News। ২৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭
  2. "Ann Budge to start at Tynecastle on Monday"bbc.co.uk/sportBBC Sport। ৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪
  3. Bowie, Andrew-Henry (২০১১)। Two miles to Tynecastle। Clacton on Sea: Apex।
  4. Inglis 1996, পৃ. 447

গ্রন্থপঞ্জি

  • হোগান, অ্যান্ড্রু (১৯৯৫)। হার্টস ইন আর্ট (হার্ডব্যাক)। মেইনস্ট্রিম। আইএসবিএন 1-85158-736-5।

বহিঃসংযোগ

টেমপ্লেট:হার্ট অব মিডলোদিয়ান ফুটবল ক্লাব টেমপ্লেট:স্কটিশ প্রিমিয়ারশিপ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.