হার্জেগ-বসনিয়া ফুটবল ফেডারেশন

হার্জেগ-বসনিয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি: Football Federation of Herzeg-Bosnia; এছাড়াও সংক্ষেপে এফএফএইচবি নামে পরিচিত) হার্জেগ-বসনিয়া ক্রোয়েশীয় প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ছিল। এই সংস্থাটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর হার্জেগ-বসনিয়া ক্রোয়েশীয় প্রজাতন্ত্রে ছিল। ধারণা করা হয় যে, ২০০১ সালে এই সংস্থাটি বিলুপ্ত হয়েছে, কেননা উক্ত সময়ের পর এই সংস্থার কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি।

হার্জেগ-বসনিয়া ফুটবল ফেডারেশন
প্রতিষ্ঠিত১৯৯৩ (1993)
বিলুপ্ত২০০১
সদর দপ্তরহার্জেগ-বসনিয়া ক্রোয়েশীয় প্রজাতন্ত্র
ফিফা অধিভুক্তিনেই

এই সংস্থাটি হার্জেগ-বসনিয়া ক্রোয়েশীয় প্রজাতন্ত্রের শীর্ষ স্তরের ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করতো।[1]

তথ্যসূত্র

  1. "Zlatne godine" (.pdf)nk-sirokibrijeg.com (ক্রোয়েশীয় ভাষায়)। NK Široki Brijeg। পৃষ্ঠা 138। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.