হার্জ

হার্জ (প্রতীক Hz) হচ্ছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কম্পাঙ্কের এস আই একক। একে পড়া হয় ১ সাইকেল প্রতি সেকেন্ড[1] এর একটি অন্যতম সাধারণ ব্যবহার হল সাইন তরঙ্গ, রেডিও এবং যদিও ক্ষেত্রে, সঙ্গীতের কম্পাংক হিসেবে।

হার্জ
একক পদ্ধতিএস আই পদ্ধতি
যার একককম্পাঙ্ক
প্রতীক
যার নামে নামকরণহেনরিক হার্টজ
In SI base units:1 Hz = 1 s-1
বিভিন্ন f কম্পাঙ্কে আলোর ঝিলিক = 0.5 Hz (Hz = hertz), 1.0 Hz or 2.0 Hz, যেখানে Hz means বলতে বোঝাচ্ছে সেকেন্ডে টি ঝিলিক। T হচ্ছে পর্যায়কাল এবং T = s (s = সেকেন্ড) বলতে হচ্ছে প্রতি ঝিলিকে সেকেন্ডের সংখ্যা। T এবং f একে অপরের reciprocal: f = 1/T and T = 1/f.

এককটির নামকরণ করা হয়েছে হেনরিক হার্টজ এর সম্মানে। তিনিই প্রথম তাড়িৎচৌম্বক তরঙ্গের অস্তিত্ব পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন।

আলোর ফ্রিকুয়েন্সির একক হল হার্টজ

ইতিহাস

জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিক রুডল্ফ হার্টজের নামানুসারে এই এককের নামকরণ। কারণ তাড়িৎচৌম্বক ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। ১৯৩০সালে আন্তর্জাতিক তড়িৎপ্রযুক্তি পরিষদ (IEC) কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। [2] ১৯৬০ এ General Conference on Weights and Measures (CGPM) কর্তৃক (Conférence générale des poids et mesures) এটি গৃহীত হয়। এই এককের পূর্বনাম ছিল সাইকেল প্রতি সেকেন্ড (cps), প্রাথমিকভাবে এর উপ আর অধিএকক "kilocycles per second (kc/s) এবং megacycles per second (Mc/s), আর বড়স্কেলে ব্যবহৃত হত kilomegacycles per second (kMc/s)। তবে "সাইকেল প্রতি সেকেন্ড" বা cycles per second এককটি ১৯৭০ সালের মধ্যে বৃহৎভাবে হার্জে প্রতিস্থাপিত হয়।

ব্যবহার

কম্পাঙ্কের তারতম্যে সাইন তরঙ্গ।
non-sinusoidal এর উদাহরণ হিসেবে হৃৎস্পন্দন এর বিস্তারিত। পর্যায়বৃত্তিক ঘটনা যা হার্জ দ্বারা বর্ণনা করা যায়। দুটি পূর্ণ চক্র প্রদর্শন করা হয়েছে।

তাড়িৎচৌম্বক বিকিরণ

তাড়িৎচৌম্বক বিকিরণকে প্রায়ই কম্পাংক দিয়ে বর্ণনা করা হয়। লম্বালম্বিভাবে থাকা বৈদ্যুতিক এবং চৌম্বকক্ষেত্রের মধ্যে প্রতি সেকেন্ডে ঘটা স্পন্দন(oscillation) সংখ্যাকে প্রকাশ করা হয় হার্জ বলে।

এস আই গুণন একক

SI multiples for hertz (Hz)
Submultiples Multiples
মান প্রতীক নাম মান প্রতীক নাম
১০−১ Hz dHz ডেসিhertz ১০ Hz daHz ডেকাhertz
১০−২ Hz cHz সেমিhertz ১০ Hz hHz হেক্টhertz
১০−৩ Hz mHz মিলিhertz ১০ Hz kHz কিলোhertz
১০−৬ Hz µHz মাইক্রোhertz ১০ Hz MHz মেগাhertz
১০−৯ Hz nHz নানোhertz ১০ Hz GHz গিগাhertz
১০−১২ Hz pHz পিকোhertz ১০১২ Hz THz টেরাhertz
১০−১৫ Hz fHz femtohertz ১০১৫ Hz PHz petahertz
১০−১৮ Hz aHz attohertz ১০১৮ Hz EHz exahertz
১০−২১ Hz zHz zeptohertz ১০২১ Hz ZHz zettahertz
১০−২৪ Hz yHz yoctohertz ১০২৪ Hz YHz yottahertz
Common prefixed units are in bold face.

তথ্যসূত্র

  1. "hertz". (1992). American Heritage Dictionary of the English Language, 3rd ed. Boston: Houghton Mifflin.
  2. "IEC History"। Iec.ch। ১৯০৪-০৯-১৫। ২০১৩-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.