হারিকেন (দ্ব্যর্থতা নিরসন)
হারিকেন বলতে হয়তোবা বোঝায়:
স্থান
যুক্তরাষ্ট্র
- হারিকেন, কেন্টাকি – কেন্টাকি অঙ্গরাজ্যের একটি শহর।
- হারিকেন, ইউটা – ইউটা অঙ্গরাজ্যের একটি শহর।
- হারিকেন, পশ্চিম ভার্জিনিয়া – পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি শহর।
কল্পকাহিনী
- দ্যা হারিকেন (উপন্যাস) – ১৯৩৬ সালে প্রকাশিত চার্লস নর্ডহোফ ও জেমস নরম্যান হলের লেখা উপন্যাস।
- দ্যা হারিকেন (১৯৩৭-এর চলচ্চিত্র) – দ্যা হারিকেন (উপন্যাস) থেকে রূপান্তরিত ১৯৩৭ সালের মার্কিন চলচ্চিত্র।
- দ্যা হারিকেন (১৯৭৯-এর চলচ্চিত্র) – দ্যা হারিকেন (উপন্যাস) থেকে রূপান্তরিত ১৯৭৯ সালের মার্কিন চলচ্চিত্র।
অন্যান্য
- হারিকেন (বাতি) – একপ্রকারের বাতি।
- হারিকেন (ঘূর্ণিঝড়) – একপ্রকারের ঘূর্ণিঝড়।
- এইচএমএস হারিকেন (এইচ০৬) – ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর জাহাজ।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.