হাম্বলি

হাম্বলি বা হানবালি মাযহাব সুন্নি ইসলামের অন্যতম চারটি মাযহাবের মধ্যে একটি। এটা ইরাকি পণ্ডিত ইমাম আবু আব্দুল্লাহ আহমাদ বিন মুহাম্মাদ বিন হাম্বল আশ-শাইবানির নামে নামকরণ করা হয়েছে, আর প্রাতিষ্ঠানিরূপ দিয়েছেন ইমাম আহমদ ইবন হাম্বলের ছাত্ররা। চারটি মাযহাবের মধ্যে, হাম্বলি মাযহাবের অনুসারী সংখ্যাই সবচেয়ে কম। বাংলাদেশেও এ মাযহাবের অনুসারী সংখ্যা খুব কম। চার মাযহাবের মধ্যে একমাত্র হাম্বলি মাযহাবকে একইসাথে ফিকহআকিদার মাযহাবরূপে গণ্য করা হয়। হাম্বলি মাযহাবের আকিদাকে ক্ষেত্রবিশেষে আহলুস সুন্নাহ, হাম্বলি বা মাজহাবে হাম্বলি আকিদা বলেও পরিচয় দেওয়া হয়।

মুসলিম বিশ্বের মানচিত্র। হাম্বলি (গাঢ় সবুজ)।

এ মাযহাবটি বর্তমানে সৌদি আরবে প্রতিষ্ঠিত, যেখানে এর অধিকাংশ অনুসারী রয়েছে। তবে এ ছাড়াও কাতার, মিশর, সিরিয়াতেও এ মাযহাবের অনেক অনুসারী রয়েছে। অধুনা পশ্চিমাবিশ্ব, কাশ্মির, এমনকি বাংলাদেশেও এ মাযহাবের অনুসারী পাওয়া যায়, যদিও বাংলাদেশে এর সংখ্যা এখনও খুব কম।

স্বকীয় নিয়ম

  • অযু: যে ৭টি বিষয় অযু ভেঙ্গে দেয় তার মধ্যে অন্যতম একটা হলো শারিরীক চাহিদাবশত বিপরীত লিঙ্গের কারও ত্বক স্পর্শ করা, যেটা অনেকটা মালেকি মাযহাবের সাথে মিলে যায়। অন্যদিকে শাফেয়ি মাযহাবে বিপরীত লিঙ্গের কাওকে স্পর্শ করলেই অযু ভেঙ্গে যায়, যেখানে হানাফি মাযহাবে শুধুমাত্র কাওকে স্পর্শ করলে অযু ভাঙ্গে না।
  • রুকু: রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে দাঁড়ানোর সময় হাত তুলা (রাফউল ইয়াদাইন) সুন্নত, যেখানে শাফেয়ি মাযহাবের সাথে সাদৃশ্য রয়েছে। এবং রুকু থেকে দাঁড়ানোর পর নামাযরত ব্যক্তি চায়লে আগের মত হাত বাঁধতে পারে। যেখানে অন্য মাযহাবে হাত দু পাশে ছেড়ে দাঁড়ানোই নিয়ম।
  • তাশাহুদ: আল্লাহর নাম উচ্চারণের সময় আঙুল উঠাতে ও নামাতে হয়।
  • তাসমিয়া বা বিসমিল্লাহ বলা: ওযু, গোসল ও তয়াম্মুমে বিসমিল্লাহ বলা এ মাযহাবে ওয়াজিব বলে বিবেচিত।
  • কোন ওজর না থাকলে, পুরুষের জন্য জামায়াতে নামায পড়া ওয়াজিব (বাধ্যতামূলক) বলে বিবেচিত।

প্রসিদ্ধ আলিমগণ

আরও পড়ুন

  • আবদুল-হালিম আল-জুনদী, আহমদ বিন হাম্বল ইমাম আহলে সুন্নাহ, দারুল-মাআরিফ কর্তৃক কায়রোতে প্রকাশিত
  • ডা. 'আলী সামি আল-নাশার, নাশাহ আল-ফিকর আল-ফালাসাফি ফি আল-ইসলাম, বালাম ১, দারুল-মাআরিফ থেকে প্রকাশিত, ৭ম সংস্করণ, ১৯৭৭
  • শাইখ বকর আবু যাইদ, আল-মাদখাল আল-মুফাস্সাল
  • ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রহ.), যাইল 'আলা তাবাকাত আল-হানাবিলাহ
  • ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রহ.), মাযহাব বিরোধিতার খণ্ডন
  • ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স, মাযহাব : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
  • ইমরান হেলাল(সংকলক), হাম্বলি মাযহাবের ক্রমবিকাশ, হাম্বলী ফিকহ্ কর্তৃক প্রকাশিত

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.