হাম্বলি
হাম্বলি বা হানবালি মাযহাব সুন্নি ইসলামের অন্যতম চারটি মাযহাবের মধ্যে একটি। এটা ইরাকি পণ্ডিত ইমাম আবু আব্দুল্লাহ আহমাদ বিন মুহাম্মাদ বিন হাম্বল আশ-শাইবানির নামে নামকরণ করা হয়েছে, আর প্রাতিষ্ঠানিরূপ দিয়েছেন ইমাম আহমদ ইবন হাম্বলের ছাত্ররা। চারটি মাযহাবের মধ্যে, হাম্বলি মাযহাবের অনুসারী সংখ্যাই সবচেয়ে কম। বাংলাদেশেও এ মাযহাবের অনুসারী সংখ্যা খুব কম। চার মাযহাবের মধ্যে একমাত্র হাম্বলি মাযহাবকে একইসাথে ফিকহ ও আকিদার মাযহাবরূপে গণ্য করা হয়। হাম্বলি মাযহাবের আকিদাকে ক্ষেত্রবিশেষে আহলুস সুন্নাহ, হাম্বলি বা মাজহাবে হাম্বলি আকিদা বলেও পরিচয় দেওয়া হয়।
এ মাযহাবটি বর্তমানে সৌদি আরবে প্রতিষ্ঠিত, যেখানে এর অধিকাংশ অনুসারী রয়েছে। তবে এ ছাড়াও কাতার, মিশর, সিরিয়াতেও এ মাযহাবের অনেক অনুসারী রয়েছে। অধুনা পশ্চিমাবিশ্ব, কাশ্মির, এমনকি বাংলাদেশেও এ মাযহাবের অনুসারী পাওয়া যায়, যদিও বাংলাদেশে এর সংখ্যা এখনও খুব কম।
স্বকীয় নিয়ম
- অযু: যে ৭টি বিষয় অযু ভেঙ্গে দেয় তার মধ্যে অন্যতম একটা হলো শারিরীক চাহিদাবশত বিপরীত লিঙ্গের কারও ত্বক স্পর্শ করা, যেটা অনেকটা মালেকি মাযহাবের সাথে মিলে যায়। অন্যদিকে শাফেয়ি মাযহাবে বিপরীত লিঙ্গের কাওকে স্পর্শ করলেই অযু ভেঙ্গে যায়, যেখানে হানাফি মাযহাবে শুধুমাত্র কাওকে স্পর্শ করলে অযু ভাঙ্গে না।
- রুকু: রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে দাঁড়ানোর সময় হাত তুলা (রাফউল ইয়াদাইন) সুন্নত, যেখানে শাফেয়ি মাযহাবের সাথে সাদৃশ্য রয়েছে। এবং রুকু থেকে দাঁড়ানোর পর নামাযরত ব্যক্তি চায়লে আগের মত হাত বাঁধতে পারে। যেখানে অন্য মাযহাবে হাত দু পাশে ছেড়ে দাঁড়ানোই নিয়ম।
- তাশাহুদ: আল্লাহর নাম উচ্চারণের সময় আঙুল উঠাতে ও নামাতে হয়।
- তাসমিয়া বা বিসমিল্লাহ বলা: ওযু, গোসল ও তয়াম্মুমে বিসমিল্লাহ বলা এ মাযহাবে ওয়াজিব বলে বিবেচিত।
- কোন ওজর না থাকলে, পুরুষের জন্য জামায়াতে নামায পড়া ওয়াজিব (বাধ্যতামূলক) বলে বিবেচিত।
প্রসিদ্ধ আলিমগণ
- আবু দাউদ আস-সিজিস্তানি (মৃৃ. ২৭৫ হি.)
- হারব ইবন ইসমাইল আল-কিরমানি (মৃ. ২৮০ হি.)
- আবু বাকর আল-খাল্লাল (মৃ. ৩১১ হি.)
- আল-হাসান ইবন আলি আল-বারবাহারি (মৃ. ৩২৯ হি)
- আবু বাকর আব্দুল আজিজ বিন জাফার বিন আহমাদ গুলাম আল-খাল্লাল (মৃ. ৩৬৩ হি.)
- ইবন বাত্তাহ আল-উকবারি (মৃ. ৩৮৭ হি.)
- ইবন মানদা (মৃ. ৩৯৫ হি.)
- হাসান বিন হামিদ (মৃ. ৪০৩ হি.)
- আল-কাদি আবু ইয়ালা (মৃ. ৪৫৮ হি.)
- আবদুল্লাহ আল-হারাউই আল-আনসারি (মৃ. ৪৮১ হি.)
- ইবন আকিল (মৃ. ৪৮৮ হি)
- ইবন আবি ইয়ালা (মৃ. ৫২৫ হি.)
- আউন আদ-দীন ইবন হুবাইরা (মৃঃ ৫৬০ হি)
- আব্দুল কাদির আল-জিলানি (মৃঃ ৫৬১ হি)
- আবুল ফারাজ ইবনুল জাওযি (মৃঃ ৫৯৭ হি)
- হাম্মাদ আল-হাররানি (মৃঃ ৫৯৮ হি)
- আব্দুল গনি আল-মাকদিসি (মৃঃ ৬০০ হি)
- ইবন কুদামাহ আল-মাকদিসি (মৃ. ৬২০ হি.)
- দিয়াউদ্দিন আল-মাকদিসি (মৃ. ৬৪৩)
- মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহ (মৃ. ৬৫২ হি.)
- আহমাদ ইবন ইবরাহিম আল-ওয়াসিতি (মৃ. ৭১১ হি.)
- তাকিউদ্দীন ইবন তাইমিয়্যাহ (মৃ. ৭২৮ হি)
- ইবনুল ক্বাইয়্যিম আল-জাওযিয়্যাহ (মৃ. ৭৫১ হি)
- ইবনু মুফলিহ
- ইবন আবদুল হাদি
- ইবন রজব আল-হাম্বলি (মৃঃ ৭৯৫ হি)
- আলাউদ্দিন আল-মারদাওয়ি
- মূসা আল-হাজ্জাওয়ি
- আহমদ বিন হামদান
- মানসুর আল-বুহুতি
- মারঈ আল-কারমি (মৃ. ১০৩৪ হি.)
- ইবনুল ইমাদ আল-হানবালি (মৃ. ১০৯০ হি.)
- ইবন বালবান আল-বা‘লি
- মুহাম্মদ বিন আহমদ আস-সাফ্ফারিনি (মৃ. ১১৮৮ হি.)
- আবদুর রহমান আল-বা‘লি
- মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাব
- ইবন হুমাইদ (মৃঃ ১২৯৫ হি)
- নাসির আস-সা‘দি
- আল-জুমা
- আদনান নাহহাম
- মুহাম্মাদ ইবন সালিহ আল-উসাইমিন (মৃঃ ১৪২১ হি)
- নাসির আল-ক্বুয়াইমি
- মুহাম্মদ বিন সায়্যিদ
- মুত্বলাক্ব আল-জাসির
- আমির বাহজাত
আরও পড়ুন
- আবদুল-হালিম আল-জুনদী, আহমদ বিন হাম্বল ইমাম আহলে সুন্নাহ, দারুল-মাআরিফ কর্তৃক কায়রোতে প্রকাশিত
- ডা. 'আলী সামি আল-নাশার, নাশাহ আল-ফিকর আল-ফালাসাফি ফি আল-ইসলাম, বালাম ১, দারুল-মাআরিফ থেকে প্রকাশিত, ৭ম সংস্করণ, ১৯৭৭
- শাইখ বকর আবু যাইদ, আল-মাদখাল আল-মুফাস্সাল
- ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রহ.), যাইল 'আলা তাবাকাত আল-হানাবিলাহ
- ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রহ.), মাযহাব বিরোধিতার খণ্ডন
- ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স, মাযহাব : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
- ইমরান হেলাল(সংকলক), হাম্বলি মাযহাবের ক্রমবিকাশ, হাম্বলী ফিকহ্ কর্তৃক প্রকাশিত