হাবাসপুর ইউনিয়ন

হাবাসপুর ইউনিয়ন পদ্মা নদী বিধৌত পাংশা উপজেলার একটি ইউনিয়ন। [1][2][3] এটির দক্ষিণ-পূর্বে কালিকাপুর ইউনিয়ন, পশ্চিমে বাহাদুরপুর, যশাই ইউনিয়ন এবং উত্তরে প্রমত্তা পদ্মা নদী বহমান।নদী বিধৌত হলেও শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনেক অগ্রগামী। এ ইউনিয়নে স্বাক্ষরতা হার ৫৫% প্রায়।তবে সর্বাধিক শিক্ষিত রয়েছে ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে, এ গ্রামের স্বাক্ষরতার হার প্রায় ৮০%। এর পরেই রয়েছে হাবাসপুর।

বিশিষ্টি ব্যক্তিত্বঃ

১)বিশিষ্ট বিজ্ঞানী ড.গোলাম রব্বানী

জন্মস্থানঃকাচারী পাড়া।

২)আলমগীর হোসেন,মেজর,বাংলাদেশ সেনাবাহিনী।

জন্মস্থানঃকাচারী পাড়া।

৩)প্রফেসর চুন্নুমিয়া মিয়া,মালয়েশিয়া।

জন্মস্থানঃকাচারী পাড়া।

৪)নাজমুস সালেহীন,মৃত্তিকা বিজ্ঞানী

জন্মস্থানঃকাচারী পাড়া।

৫)মনজুর হোসাইন,ইউএনও

জন্মস্থানঃকাচারী পাড়া।

৬)গোলাম বেনজীর পলাশ,এসপি

জন্মস্থানঃহাবাসপুর

৭)গোলাম আম্বিয়া,এসপি

জন্মস্থানঃচরঝিকড়ী

৮)জিয়াউর রহমান,এসিল্যান্ড

জন্মস্থানঃচরঝিকড়ী

৯)গোলাম কুদ্দস, উপপরিচালক,বিবি।

জন্মস্থানঃচরআফড়া

১০)ফরহাদুল মিরাজ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।

জন্মস্থানঃচরআফড়া

তথ্যসূত্র

  1. "হাবাসপুর ইউনিয়ন - সেবা | ইউনিয়ন সেবা বাতায়ন"habashpur.upsheba.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১
  2. "হাবাসপুর ইউনিয়ন"habashpurup.rajbari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১
  3. "হাবাসপুর ইউনিয়ন Archives"The Daily Bhorer Darpan (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.